উচ্চ মাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গেলে কড়া চেকিং,কী দেখে মিলবে ভেতরে যাওয়ার অনুমতি?

Published : Feb 26, 2025, 07:07 PM IST
Madhyamik 2024

সংক্ষিপ্ত

পরীক্ষা শুরুর সময় সকাল ১০টা। তবে সংসদের তরফ থেকে ১ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৯টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। 

আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও কঠোর হচ্ছে সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টুকলি রুখতে আরও কঠোর পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

পরীক্ষার দিনগুলোতে নিরাপত্তায় জোর বাড়াতে পরীক্ষার্থীদের দেহ তল্লাশিও হতে পারে বলে খবর মিলেছে। তল্লাশিতে আরও বেশি নজর থাকবে। সূত্রের খবর, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে মেটাল ডিটেক্টর দিয়ে খুঁটিয়ে পরীক্ষা করার পরই। পরীক্ষার কিছুক্ষণ আগে প্রশ্নপত্র খোলা হবে পরীক্ষার্থীদের সামনে। উত্তরপত্রের সঙ্গেই থাকবে প্রশ্নপত্র । প্রশ্নপত্র যাতে বাইরে না ছড়িয়ে পড়ে তারজন্য কড়া পদক্ষেপ করার ভাবনা সংসদের। সূত্রের খবর, মেটাল ডিটেক্টর থাকবে পরীক্ষা কেন্দ্রের ভেতরেও । এমনকি সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকার কথাও জানা গিয়েছে। পরীক্ষা শুরুর সময় সকাল ১০টা। তবে সংসদের তরফ থেকে ১ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৯টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। গতবারের চেয়ে এবছর প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী কম বলেই জানা গেছে।

মাধ্যমিক পরীক্ষার সময় মোবাইল বা অন্য কোনো বৈদ্যুতিন গ্যাজেট ব্যবহার করলে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল যে, সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করার কথা। অসৎ উপায় অবলম্বন করায় বেশ কয়েকজন পরীক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে তল্লাশিতে বাড়তি জোর দিচ্ছে সংসদ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একেবারে কোমর বেঁধে নেমেছে সংসদ। পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্যও একেবারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এতসবের পরেও কি উচ্চমাধ্যমাধ্যমিকে টুকলি আটকানো যাবে? মাধ্যমিকে অসৎ উপায় অবলম্বন করতে নানা হাইটেক পদ্ধতি নজরে আসতেই আগে থেকেই সতর্ক হচ্ছে সংসদ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে