
Job News: বছর শেষের মুখে কেন্দ্রীয় সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। এবার কেন্দ্রের অধীনস্থ সংস্থায় প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। নিয়োগ করা হবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। অনলাইনেই আবেদন জমা করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সিনিয়র ডেভেলপার পদে কর্মী নিয়োগ করা হবে। শুরুতে কর্মস্থল হবে দিল্লিতে, যদিও পরে তা পরিবর্তন হতে পারে। চুক্তির ভিত্তিতে একজন কর্মী নিয়োগ করা হবে এই পদে। নিযুক্ত প্রার্থীদের ‘মাই ভারত’ প্রকল্পে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সে স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
কীভাবে আবেদন জানাবেন?
সংশ্লিষ্টট পোস্টে আবেদন জানানো যাবে অনলাইনেই। এর জন্য আবেদনকারীকে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ডিসেম্বর। এ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।
অন্যদিকে, বছর শেষে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না। তাদের কাজের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। খড়গপুর শাখায় কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য সহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অধীনস্থ শ্যামাপ্রসাদ মুখার্জি সুপারস্পেশ্যালিটি হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে।
জানা গিয়েছে, হাসপাতালে মোট দুটি শূন্য ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ হবে পূর্ণ সময়ের জন্য। এই জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন জানানো কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, হাসপাতালে নিয়োগ হবে হাসপাতালের অ্যানাস্থেশিয়োলজি, ক্রিটিক্যাল কেয়ার, ডার্মাটোলজি, এমার্জেন্সি মেডিসিন, ইএনটি, গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, জেনারেল মেডিসিন, অর্থোপেডিক্স, সাইকিয়াট্রি, জেনারেল সার্জারি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি-সহ নানা বিভাগে। মোট শূন্যপদের সংখ্যা ৩৩টি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।