CUET UG 2025: শুক্রবার ভাগ্য গণনা, ১৩.৪ লক্ষ পরীক্ষার্থীর ফল ঘোষণা হবে ৪ জুলাই

Published : Jul 03, 2025, 10:46 AM IST
Karnataka PUC 2 Exam 3 Result 2025 Out

সংক্ষিপ্ত

CUET UG 2025 পরীক্ষার ফলাফল ৪ জুলাই প্রকাশিত হবে। ১৩.৪ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং ফলাফল exams.nta.ac.in/CUET-UG ওয়েবসাইটে পাওয়া যাবে।

এবছরের সিইউইটি (CUET UG 2025) পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে আগামী কাল অর্থার ৪ জুলাই। জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে। দেশের কেন্দ্রীয় এবং বহু রাজ্য, ডিমড এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি অন্যতম প্রধান প্রবেশিকা পরীক্ষা এটি। এই ফল প্রকাশ হবে শুক্রবার। পরীক্ষার ফলাফল দেখতে গেলে যেতে হবে NTA-র অফিসিয়াল ওয়েবসাইট। exams.nta.ac.in/CUET-UG -তে যান। সেখানে আপনার আবেদন নম্বর ও জন্মতারিখ দিলেই দেখা যাবে স্কোর কার্ড।

২০২৫ সালের ১৫ মে থেকে ২৪ মে-র মধ্যে হয়েছিল পরীক্ষা। CUET UG 2025 পরীক্ষার ফল প্রকাশ হবে শুক্রবার। কিছু বিষয়ের পরীক্ষা হয়েছিল কম্পিউটার-ভিত্তিক টেস্ট (CBI) ফরম্যাটে, আবার কিছু হয়েছিল পেন-অ্যান্ড-পেপার মোডে। এবার বহু কেন্দ্রে পরীক্ষা হয়। এবছর মোট ১৩.৪ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ছিল। এবার হিন্দি, ইংরেজি, বাংলা, গুজরাটি, ওড়িয়া, কন্নড়, মালয়ালম, মারাঠি, তামিল, তেলেগু, উর্দু, অসমিয়া ও পঞ্জাবি সহ মোট ১৩টি ভাষায় পরীক্ষা হয়।

এই রেজাল্টের ভিত্তিতে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়গুলো যেমন দিল্লি বিশ্ববিদ্যালয়, জেএনইউ, বিএইচইউ, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে হবে নিয়োগ। তেমনই এই ফলের ভিত্তিতে ২৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে স্নাতন স্তরে ভর্তি হবে। তবে, প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজেদের মতো করে কাট-অফ, কাউন্সেলিং শিডিউল প্রকাশ করবে।

১ জুলাই প্রকাশিত হয়েছে পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র। ছাত্রছাত্রীদের আপত্তি খতিয়ে দেখে মোট ২৭টি প্রশ্ন বাদ দিয়েছে NTAI। তবে, সংস্থা সাফ জানিয়ে দিয়েছে, ফল প্রকাশের পরে পুনর্মূল্যায়ন বা পুনরায় পরীক্ষা বিবেচনা করা হবে না।

যে সব বিষয় পরীক্ষা একাধিক শিফটে হয়েছিল, সে সময় ক্ষেত্রে নম্বর স্বাভাবিকীকরণ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে সংস্থা। ফলে সব ছাত্রছাত্রীকে একই মাপকাঠিতে বিচার করা সম্ভব হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য