ESIC নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি! ১,৩১.০০০ টাকা মাসিক বেতন, আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন

রাজ্য বিমা নিগমে প্রচুর শূণ্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি। সর্বোচ্চ ১,৩১,০০০ টাকা বেতনে পার্টটাইম ও ফুলটাইম কাজের সুযোগ। আগ্রহীরা ২২ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

ESIC Recruitment 2025: রাজ্য বিমা নিগমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।রয়েছে প্রচুর শূণ্যপদ। এই নিয়োগের জন্য আবেদন পক্রিয়া ইতিমধ্যই শুরু হয়ে গিয়েছে। সবথেকে বড় বিষয়ে এই নিয়োগে প্রার্থীদের বেতন অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। এই নিয়োগে সর্বোচ্চ বেতন হল ১,৩১.০০০ টাকা। মাসে এক লাখের উপরে মিলবে বেতন।

এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা হবে ইন্টারভিউ-এর মাধ্যমেই সরাসরি প্রার্থী নিয়োগ করা হয়ে। আগ্রহী প্রার্থীরা দ্রুত সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট esic.gov.in-এ গিয়ে দ্রুত আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশনে নিয়োগের জন্য ২২ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

Latest Videos

আবেদবকারীর বয়স ৬৭ এর বেশি হওয়া চলবে না। এই নিয়োগে যারা পার্টটাইম কাজ করবেন তাদের মিলবে ১,৩১.০০০ টাকা বেতন। যারা পার্ট টাইমে কাজ করবেন তাদের মিলবে ৬০,০০০ টাকা বেতন। সপ্তাহে ১৬ ঘন্টার বেশি কাজ করলে প্রতি ঘন্টায় ৮০০ টাকা অতিরিক্ত ধার্য করা হবে বেতনের সঙ্গে।

সাক্ষাৎকারের সময় প্রার্থীদের প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে। এই ওয়াক-ইন ইন্টারভিউ হবে ইএসআইসি হাসপাতাল, ভান্নারপেট্টাই, তিরুনেলভেলি, ২২ জানুয়ারী, ২০২৫, সকাল ৯:০০ টা থেকে সকাল ১০:৩০ টা পর্যন্ত।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee-র ভুল সিদ্ধান্ত আলু চাষীদের শেষ করে দিয়েছে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti
‘হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য মন্ত্রীর বিরুদ্ধে’Suvendu Adhikari-র তীব্র গর্জন
Asianet News Bangla Live Stream
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly