Recruitment: স্নাতক উত্তীর্ণদের সরকারি চাকরির দারুণ সুযোগ, শূন্যপদ ৩০০টি

Published : Dec 18, 2023, 08:54 AM ISTUpdated : Dec 18, 2023, 09:04 AM IST
Vacancy

সংক্ষিপ্ত

ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে হবে নিয়োগ। UIIC.COM.IN-এ গিয়ে আবেদন করতে পারবেন।

ফের সুখবর চাকরি প্রার্থীদের জন্য। একাধিক শূন্যপদে হবে নিয়োগ। সরকারি দফতরে মিলবে কাজের সুযোগ। স্নাতক হলেই আবেদন করতে পারবেন এই সকল পদের জন্য। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে হবে নিয়োগ। UIIC.COM.IN-এ গিয়ে আবেদন করতে পারবেন।

শূন্যপদ

UIIC বা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শূন্যপদ ৩০০টি।

শিক্ষাগত যোগ্যতা

ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বা UIIC -তে চাকরির পদে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয় স্নাতক হলেই আবেদন করতে পারবেন।

বয়সের সীমা

UIIC বা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স হতে ববে ৩০ বছরের মধ্যে।

আবেদনের শেষ তারিখ

UIIC বা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে আবেদনে শেষ তারিখ ৬ জানুয়ারি ২০২৪। আবেদন শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে।

আবেদন ফি

UIIC বা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে আবেদন করতে গেলে অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ১০০০ টাতায প্রতিবন্ধী-সহ এসসি, এসটি-দের আবেদন ফি-এ আছে ছাড়। তারা মাত্রা ২৫০ টাকা জমা দিলেই হল।

আবেদন পদ্ধতি

UIIC বা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে চাকরির জন্য আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে UIIC -র অফিসিয়াল ওয়েবসাইটে যান। গুগল ক্রোমে গিয়ে লিখুন UIIC.Com.In -এ লগ ইন করুন। হোমপেজ খুলে গেলে সেখানে নিয়োগ লিঙ্কে ক্লিক করুন। তারপরই মিলবে বিস্তারিত তথ্য। সেখানে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। তা ফিলআপ করে গুরুত্বপূর্ণ নথি সহ তা মেল করে দিন। এমনকী, এই পদে চাকরি সংক্রান্ত বিস্তাবিত বিবরণ পেয়ে যাবেন এখানেই।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

Job Vacancy: মাধ্যমিক পাশ করলেই ISRO-তে চাকরির সুযোগ, অনলাইনেই করতে পারবেন আবেদন

কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কাজের সুযোগ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রিসার্চ অ্যাসোসিয়েট এবং লাইব্রেরিয়ান পদে হবে নিয়োগ

PREV
click me!

Recommended Stories

কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন, রইল বিস্তারিত
WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন