কলকাতা মেট্রোয় চাকরির সুবর্ণ সুযোগ! আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন, হাতে সময় খুব কম

Published : Feb 03, 2025, 09:57 AM IST
Image of Kolkata Metro

সংক্ষিপ্ত

বেশ কয়েক বছর পরে কলকাতা মেট্রো নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ দিয়েছে প্রার্থীদের। তাই দেরি না করে দ্রুত, আবেদন করে ফেলুন।

কলকাতা মেট্রো নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন। বেশ কয়েক বছর পরে কলকাতা মেট্রো এই সুযোগ দিয়েছে প্রার্থীদের। তাই দেরি না করে দ্রুত, আবেদন করে ফেলুন। কারণ শূণ্যপদের সংখ্যা যেমন সীমিত সেরকম হাতে সময়টাও খুব কম। অনলাইনের মাধ্যমেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের আগে www.mtp.indianrailways.gov.in-প্রার্থীরা এই লিঙ্কে গিয়ে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন। সম্পূর্ণ তথ্য জেনে তারপরেই আবেদন করুন।এমনকী অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মীরা চাকরি করতে চাইলে দ্রুত আবেদন করতে পারেন। ৬৫ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। এছাড়া spoci4mtp.railnet.gov.in-এই মেল আইডিতে গেজেটেড অফিসারদের বায়োডাটা পাঠাতে হবে। মনে রাখবেন এই মেইল আইডি শুধুমাত্র গেজেটেড অফিসারদের জন্য।

মোট শূন্যপদ- নন গেজেটেড কর্মী ৮টি , গেজেটেড অফিসার- ৭

কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড SSE/P. Way- ২

কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড SSE/ Works- ২

কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড JE/P.Way- ২

কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড JE/ Works- ২

পদ (গেজেটেড অফিসার)

কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড SG/JAG অফিসার-৩

কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড SS অফিসার – ২

কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড JS অফিসার -২

PREV
click me!

Recommended Stories

রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৩০০ শূন্যপদে নিয়োগ, দেখে নিন কারা আবেদন যোগ্য, রইল বিস্তারিত
কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন, রইল বিস্তারিত