ফের আইটি বাজারে খুশির খবর! ১০ হাজার ফ্রেশারসকে চাকরি দিচ্ছে টিসিএস

ফের আইটি বাজারে খুশির খবর। ১০ হাজার ফ্রেশারসকে চাকরি দিচ্ছে টিসিএস।

Anulekha Kar | Published : May 22, 2024 9:52 AM
17
টিসিএসে ১০ হাজার নিয়োগ!

ফের আইটি বাজারে খুশির খবর। ১০ হাজার ফ্রেশারসকে চাকরি দিচ্ছে টিসিএস।

27
টিসিএসে ১০ হাজার নিয়োগ!

বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করবে এমনই জানান হয়েছে সংস্থার তরফে। 

37
টিসিএসে ১০ হাজার নিয়োগ!

তিনটি আলাদা আলাদা বিভাগের জন্য নিয়োগ করছে টিসিএস। নিনজা, ডিজিটাল এবং প্রাইম।

47
টিসিএসে ১০ হাজার নিয়োগ!

বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ৭ লক্ষ টাকা বেতন দেওয়া হবে বলে জানা গিয়েছে।

57
টিসিএসে ১০ হাজার নিয়োগ!

ইতিমধ্যেই টিসিএস ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্টের মাধ্যমে নিয়োগ শুরু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই চলছে নিয়োগ কাজ।

67
টিসিএসে ১০ হাজার নিয়োগ!

এর আগেও প্রায় ৪০ হাজার ফ্রেশার নিয়োগের ঘোষণা করেছিল টিসিএস।

77
টিসিএসে ১০ হাজার নিয়োগ!

২০২৩ অর্থবর্ষে মাত্র ২২৬০০ কর্মী নিয়োগ করে তাঁরা। ২০২২-এও ১.৩০ লাখ কর্মী নিয়োগ করেছে টিসিএস।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos