এপ্রিল মাসের শেষেই বের হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল? বিশেষ তথ্য জানাল সংসদ
কবে বেরোবে উচ্চমাধ্যমিকের ফল? বিশেষ সূত্রের খবর এবার নির্ধারিত ৯০ দিনের আগেই ফলপ্রকাশ করা যাবে বলে আশা করা হচ্ছে। কারণ এবার পরীক্ষকরা উত্তরপত্র দেখে অনলাইনেই নম্বর জমা দেবেন। ফলে পুরো প্রক্রিয়াটা আরও দ্রুত সম্পন্ন হবে।
এবার অনলাইনে উত্তরপত্রের নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করার দরুণ অনেক কম সময়েই প্রায় ১০০ শতাংশ পরীক্ষার্থীর নম্বর জমা পড়েছে।
সেক্ষেত্রে এপ্রিল মাসের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা। ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্রের নম্বর জমা পড়েছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।
রাজ্যের পক্ষ থেকে সবুজ সঙ্কেত এলেই পরীক্ষার ফল প্রকাশ করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিলেন।
ফল প্রকাশ হলেও ছাত্রছাত্রীদের সংবর্ধনা বা ফোন করে শুভেচ্ছা জানাতে পারবে কি রাজ্য সরকার? তা নিয়ে নির্বাচন কমিশনের মতামত নেবে রাজ্য বলেই সূত্রের খবর।
এর আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দিয়েছিলেন নির্দিষ্টভাবে কোনও সময় বা দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত না হলেও, তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
সংসদের সভাপতি বলেন, 'এমনিতে আমাদের বলা হয় যে ৯০ দিনের মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে। এবার নম্বর জমা দেওয়ার প্রক্রিয়াটা অনলাইনে হবে। পুরো প্রক্রিয়াটা যেহেতু ডিজিটালি হচ্ছে, তাই আমরা আশা করছি যে যথেষ্ট তাড়াতাড়ি উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করতে পারব।'
তবে বিশেষ সূত্রের খবর এপ্রিল মাসের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা। ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্রের নম্বর জমা পড়েছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে ।