
Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন কিন্তু মন মতো চাকরি পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদমর্যাদায় চলছে কর্মী নিয়োগ। আগ্রহী প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারেন এখানে। মোট শূন্যপদের সংখ্যা- পাঁচটি। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন গ্রহনের কাজ। নিযুক্ত ব্যক্তিদের কর্মস্থল হবে- কলকাতা, গুরুগ্রাম, চেন্নাই সহ দেশের অন্যান্য শহরে।
সংস্থায় নিয়োগ করা হবে- ম্যানেজার পদে। কস্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, মেকানিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও ম্যানেজারদের বেতন হবে প্রতিমাসে ৮০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত। এবং ডেপুটি ম্যানেজারদের বেতন হবে- ৭০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও ম্যানেজার পদে অনূর্ধ্ব ৩৬ বছর বয়সিরা আবেদন জানাতে পারবেন। এবং ডেপুটি ম্যানেজার পোস্টের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৩২ এর মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:-
ম্যানেজার পদে চাকরির আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন বা সিভিলে বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। স্নাতকে স্তরে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকা জরুরি। এবং ডেপুটি ম্যানেজার পদে আবেদনের জন্যও শিক্ষাগত যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে। যদিও বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
আবেদনের শেষ তারিখ:-
উল্লিখিত পোস্টে আবেদনের শেষ তারিখ ৯ জানুয়ারি। অনলাইনেই যাবতীয় ডকুমেন্টস দিয়েই আবেদন জানানো যাবে। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
অন্যদিকে, এবার নিয়োগ হবে ইনফোসিসে-র মতো সংস্থায়। তথ্য প্রযুক্তির অন্যতম বড় সংস্থা হল ইনফোসিস। সেখানে ফ্রেশার নিয়োগ করবে সংস্থা। সংস্থাটি ২০২৫ সালের স্নাতকদের জন্য অফ ক্যাম্পাস নিয়োগ শুরু করতে চলেছে। এবছর বেতন কাঠামোতে এসেছে বড় পরিবর্তন।
ইনফোসিসে মেগা সুযোগ, নিয়োগ হবে ফ্রেশার, দেখে নিন কোন কোন পদে হবে নিয়োগ। জানা যাচ্ছে স্পেশালিস্ট প্রোগ্রামার (এল ১ থেকে এল ৩) এবং ডিজিটাল স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার (ট্রেনি) পদে হবে নিয়োগ। জানা গিয়েছে, সংস্থাটি এআই-ফার্স্ট কৌশলের ওপর জোর দিচ্ছে। সে কারণে একদিকে বর্তমান কর্মীদের আপস্কিলিং, অন্যগিকে গভীর দক্ষতাসম্পন্ন প্রতিভা নিয়োগ জরুরি হয়ে গিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।