
Govt Job Recruitment: আপনি কী দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সরকারি চাকরিতে রয়েছে দারুণ সুবর্ণ সুযোগ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একাধিক উচ্চ পদে চলছে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগ্রহী প্রার্থীরা অনলাইনে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
কোন কোন পদে চাকরির জন্য আবেদন জানানো যাবে (Govt Job Recruitment):-
বিজ্ঞপ্তি থেকে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ব্যাঙ্কে নিয়োগ হবে গ্রেড বি-র অফিসার (জেনারেল ক্যাডার, ডিইপিআর ক্যাডার, ডিএসআইএম ক্যাডার) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১২০টি। নিযুক্তদের বেতন হবে প্রতিমাসে ৭৮,৪৫০ থেকে ১,১৪,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা (Govt Job Recruitment):-
গ্রেড বি অফিসার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এবং স্নাতকে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্মী নিয়োগ, দেখে নিন কোন কোন বিভাগে আবেদন করতে পারবেন
কীভাবে আবেদন জানাবেন?
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদনকারীকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। এর জন্য যাবতীয় ডকুমেন্টস অনলাইনে ওয়েবসাইটে আপলোড করতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা ও সাধারণ প্রার্থীদের আবেদন ফি ৮৫০ টাকা। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য প্রার্থীদের দুই দফায় ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।
অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। পুজোর আগে নিয়োগ হবে বিশ্ববিদ্যালয়। এবার কর্মী নিয়োগ করবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। এনএসওইউ নেবে একাধিক কর্মী। সদ্য প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। গবেষণা প্রকল্পে কাজে হবে নিয়োগ। দেখে নিন কোন কোন পদে হবে নিয়োগ। রইল বিস্তারিত।
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অ্যান্ড ইনকরমেশন সায়েন্স বিভাগে নিয়োগ করা হবে। নিয়োগ হবে এনিউমারেটর পদে। শূন্যপদ রয়েছে তিনটি। সংশ্লিষ্ট বিভাগে ‘অ্যালাইনিং ভোকেশনাস এডুকেশন উইথ ইউজি কোর্স কারিকুলাম টুওয়ার্ডস কমিউনিটি ইম্প্রুভমেন্ট স্ট্র্যাটেজি: উইথ স্পেশাল রেফারেন্স টু অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং’ গবেষণা কাজে হবে নিয়োগ।
ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কর্মী নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য, রইল বিস্তারিত
এই প্রকল্পের ডেটা কালেকশন এবং কম্পাইলেশনের কাজ করতে হবে নিযুক্তদের। তাঁদের কাজের মেয়ার ৬ মাস। দৈনিক পারিশ্রমিক মিলবে ৩০০ টাকা করে। এই পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। মিলবে ভালো পারিশ্রমিক। এরই সঙ্গে সুযোগ পবেন সম্মানীয় পদে কাজ করার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।