ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কনসালট্যান্ট পদে নিয়োগ। অবসরপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। ১০ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে সরকারি সংস্থায়। পুজোর আগেই কাজের সুযোগ মিলবে ব্যাঙ্কিং সেক্টরে। এবার রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)- এ হবে কর্মী নিয়োগ। কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগের অধীনস্থ এই ব্যাঙ্কের তরফে হবে নিয়োগ। চুক্তির ভিত্তিকে কাজের সুযোগ পাবেন অবসরপ্রাপ্তরা। আগ্রহীরা আজই আবেদন করুন। আবেদন করতে পারেন অনলাইনে।

শূন্যপদ

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)- এ হবে কর্মী নিয়োগ। ব্যাঙ্কে নিয়োগ হবে কনসালট্যান্ট পদে। শূন্যপদ আছে মাত্র একটি। এই পদে প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ৩ বছর। এরপর কাজের দক্ষতার ওপর নির্ভর করে বাড়বে চুক্তি। আরও দু বছর পর্যন্ত বাড়ানো হবে কাজের মেয়াদ। নিযুক্তকে ব্যাঙ্কের নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে। তাই এই পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। এবার কাজের সুযোগ পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। 

বয়সের সীমা

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)- তে নিয়োগ হবে কনসালট্যান্ট পদে। এই পদে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৬৫ বছর হতে হবে। পাশাপাশি যে কোনও বিষয় স্নাতক হতে হবে। এরই সঙ্গে যে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অসরপ্রাপ্ত কর্মী হতে হবে। সেই সঙ্গে ডেপুটি জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম ৩০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহীদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এরপর আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও ডাকযোগে পাঠাতে হবে। আগামী ১০ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এরপর ইন্টারভিউ-র মাধ্যমে মেধা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে চাইলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। তাই আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।