ভারতীয় রেলে চাকরিতে সুবর্ণ সুযোগ, বিপুল শূন্য পদে চলছে কর্মী নিয়োগ

Published : Oct 22, 2025, 09:35 AM IST
iti job opportunities top sectors

সংক্ষিপ্ত

Govt Job News: রেলের চাকরিকে সুবর্ণ সুযোগ। টিটিই পোস্টে  নিয়োগ চলছে। কীভাবে আবেদন জানাবেন? রইল বিশদ তথ্য…

Govt Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে দারুন সুখবর। এবার কেন্দ্রীয় সরকারিতে মিলবে দুর্দান্ত সুযোগ। উৎসবের মরশুমে চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। ভারতীয় রেলের এনটিপিসি বিভাগে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। রেলের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে যে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি-তে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

কোন কোন পোস্টে নিয়োগ চলছে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ভারতীয় রেলের টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:- সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও যারা জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য আবেদন করবেন তাদের কম্পিউটারে দক্ষতা থাকার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় স্বাবলম্বী হওয়া জরুরি। এছাড়াও আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। এবং মোট শূন্যপদের সংখ্যা ৫,৮১০টি।

এছাড়াও আগ্রহী প্রার্থীদের আবেদন ফি লাগবে ৫০০ টাকা। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ফি বাবদ ছাড় রয়েছে। তাদের জন্য ২৫০ টাকা আবেদন ফি। বিজ্ঞপ্তি থেকে প্রকাশিত তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, নিযুক্তরা কলকাতা-মালদহ সহ দেশের যে কোনও রাজ্যে পোস্টিং পাবেন। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর। এবং ২১ অক্টোবর থেকেই আবেদন জানানোর জন্য অনলাইনে পোর্টাল চালু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীদের রেলের অনলাইন রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এছাড়াও আবেদনের কোনও ভুল থাকলে তার জন্য ত্রুটি সংশোধনের ক্ষেত্রে ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সময় মিলবে। এবং বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Education News: চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ডঃ ভি. কে. রাইকে নিয়োগ করল আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক
ওয়েবেল-এ কর্মখালি, ডেপুটি জেনারেল ম্যানেজার নিয়োগ করবে রাজ্য সরকার অধীনস্থ এই সংস্থা, রইল বিস্তারিত