
Job News: দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না! সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। ইচ্ছুক প্রার্থীদের আবেদন অনলাইন মারফত গ্রহন করা হবে বলে জানা গিয়েছে।
কোন কোন পদে কর্মী নিয়োগ:-
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মেডিকেল টেকনোলজিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ১৯৬টি। এছাড়াও আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ২৮ হাজার ৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:-
উক্ত পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা নিয়ে দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল টেকনোলজিতে দু’বছরের ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও দ্বাদশ শ্রেণি উর্ত্তীর্ণ হতে হবে তাদের। এবং প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। এছাড়াও যাদের বিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি অথবা মেডিকেল টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি রয়েছে তাঁরাও আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, আগ্রহী প্রার্থীদের পেশাগত যোগ্যতা এববং শিক্ষাগত যোগ্যতা যাচাই করে নেবে রাজ্য স্বাস্থ্য দফতর। এর জন্য যাবতীয় তথ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মূল ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর।
অন্যদিকে, রেলওয়েতে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেলওয়েতে চাকরি করতে ইচ্ছুক এমন প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দার্ন ইস্টার্ন (RRC NER) গোরখপুর, ইজ্জতনগর, লখনউ, গোন্ডা এবং বারাণসীতে বিভিন্ন ট্রেডে ১,১০৪টি পদের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
অনলাইন আবেদন প্রক্রিয়া ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে শুরু হয়েছিল এবং আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর, ২০২৫। শূন্য পদের জন্য আবেদন করতে ইচ্ছুক যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সময়সীমার আগে অফিসিয়াল ওয়েবসাইট, ner.indianrailways.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।