পুজোর আগেই চাকরি প্রার্থীদের জন্য রেলে চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Sep 18, 2025, 09:42 AM IST
Job

সংক্ষিপ্ত

Government Job: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। আগ্রহী প্রার্থীরা আজই করুন অনলাইনে আবেদন। কীভাবে  জানাবেন আবেদন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Government Job: অনেক দিন ধরে সরকারি চাকরি খুঁজছেন, কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না! তাহলে আপনার জন্য রয়েছে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। রেলের সরকারি চাকরিতে স্নাতক যোগ্যতায় চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। জানা গিয়েছে, রেলের সেকশন কন্ট্রোলার পদে চাকরিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে বোর্ড। আগ্রহী প্রার্থীরা অনলাইনে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

কোন কোন পদে চলছে কর্মী নিয়োগ:-

এই বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, রেলের সেকশন কন্ট্রোলার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ৩৬৮। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

কীভাবে প্রার্থী বাছাই করা হবে?

জানা গিয়েছে, সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তার পর তাঁদের নথি যাচাইকরণ এবং স্বাস্থ্য পরীক্ষাও হবে। সব কিছু ঠিক থাকলে সেকশন কন্ট্রোলার পদে চাকরি পাওয়া যেতে পারে। উল্লিখিত পদের জন্য ২০ থেকে ৩৩ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য অনলাইন পোর্টালে আবেদন শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে। আবেদনের শেষ তারিখ ১৪ অক্টোবর। তবে আবেদন সংশোধনের জন্য ১৭ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকবে। আগ্রহী প্রার্থীরা যাবতীয় ডকুমেন্টস সহ অনলাইনে আবেদন জানাতে পারবেন।

আবেদন ফি:-

আগ্রহী প্রার্থীদের উল্লিখিত পোস্টগুলিতে চাকরির আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৫০০ টাকা অনলাইনে জমা করতে হবে। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েব সাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, পুজোর আগে এল দারুণ খবর। এবার নিয়োগ হবে হাসপাতালে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ হবে কর্মী নিয়োগ। কর্মী নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। সম্প্রতি এই মর্মে বেসিল-র ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালের একটি বিভাগে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউ-র মাধ্যমে যাচাই করা হবে। তাদের আগে থেকে আবেদন জানাতে হবে না। জানা গিয়েছে, এমনটাই।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ হবে কর্মী নিয়োগ। সেখানে শূন্যপদ আছে ২টি। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫ হাজার টাকা। নিয়োগ হবে রেডিয়োথেরাপি টেকনিশিয়ান পদে। শীঘ্রই রেডিয়োথেরাপি টেকনিশিয়ান পদে হবে নিয়োগ। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য নির্দিষ্ট বয়সের সীমা কথা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য
Education News: চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ডঃ ভি. কে. রাইকে নিয়োগ করল আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক