Job Application: কলকাতায় বড় কাজের সুযোগ! ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন না স্নাতকরা, কীভাবে? জেনে নিন

Published : Jun 21, 2024, 09:50 AM IST
Online job scam

সংক্ষিপ্ত

কলকাতায় বড় কাজের সুযোগ! ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন না স্নাতকরা, কীভাবে? জেনে নিন

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ নিয়োগ। কলকাতার কেন্দ্রীয় প্রতিষ্ঠানে স্নাতকদের কাজের সুযোগ। ওই প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্সের একটি গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন স্নাতকরা।

এই প্রকল্পে শূন্যপদের সংখ্যা একটি। যারা বায়োটেকনোলজি কিংবা বায়োকেমিস্ট্রিতে স্নাতক হয়েছেন তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া যারা কোনও সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এ ছাড়া আবেদনকারীদের মলিকিউলার বায়োলজি, প্রোটিন বায়োকেমিস্ট্রি, প্রোটিন ইঞ্জিনিয়ারিং, সিন্থেটিক বায়োলজি-র মধ্যে যেকোনও বিষয়ে অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

এই কাজে মোট এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। “ইঞ্জিনিয়ারিং অফ আ নভেল এনজ়াইমেটিক পাথওয়ে টু এনেবল কনভারসন অফ পলিয়েথলিন টেরেফাঠালেট টু বায়োইথানল অ্যান্ড ইটস ইন্টিগ্রেশন উইদ সেলুলোজ হাইড্রোলিসিস” প্রকল্পে কাজ করতে হবে।

আগ্রহী প্রার্থীদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

PREV
click me!

Recommended Stories

রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৩০০ শূন্যপদে নিয়োগ, দেখে নিন কারা আবেদন যোগ্য, রইল বিস্তারিত
কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন, রইল বিস্তারিত