Job Application: কলকাতায় বড় কাজের সুযোগ! ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন না স্নাতকরা, কীভাবে? জেনে নিন

কলকাতায় বড় কাজের সুযোগ! ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন না স্নাতকরা, কীভাবে? জেনে নিন

Anulekha Kar | Published : Jun 21, 2024 4:20 AM IST

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ নিয়োগ। কলকাতার কেন্দ্রীয় প্রতিষ্ঠানে স্নাতকদের কাজের সুযোগ। ওই প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্সের একটি গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন স্নাতকরা।

এই প্রকল্পে শূন্যপদের সংখ্যা একটি। যারা বায়োটেকনোলজি কিংবা বায়োকেমিস্ট্রিতে স্নাতক হয়েছেন তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া যারা কোনও সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

Latest Videos

এ ছাড়া আবেদনকারীদের মলিকিউলার বায়োলজি, প্রোটিন বায়োকেমিস্ট্রি, প্রোটিন ইঞ্জিনিয়ারিং, সিন্থেটিক বায়োলজি-র মধ্যে যেকোনও বিষয়ে অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

এই কাজে মোট এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। “ইঞ্জিনিয়ারিং অফ আ নভেল এনজ়াইমেটিক পাথওয়ে টু এনেবল কনভারসন অফ পলিয়েথলিন টেরেফাঠালেট টু বায়োইথানল অ্যান্ড ইটস ইন্টিগ্রেশন উইদ সেলুলোজ হাইড্রোলিসিস” প্রকল্পে কাজ করতে হবে।

আগ্রহী প্রার্থীদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

Share this article
click me!

Latest Videos

Firhad Hakim- এর ওএসডি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! কী বললেন Mayor Firhad Hakim | Firhad Hakim
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
Suvendu Adhikari : অভিষেককে কার্বাইটে পাকানো কাঁঠালের সঙ্গে তুলনা শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা
দুর্গা পুজোয় কী ভাসবে বাংলা? দেখুন কী বলছে হাওয়া অফিস | West Bengal Weather Update