৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ১০ জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে। তারপরেই ওই পদে নিয়োগ শুরুর সম্ভাবনা। পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা হবে বলে সূত্রের খবর।
চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। ভোটের পরেই একাধিক পদে নিয়োগ করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। জানা গিয়েছে লোকসভা ভোট মিটলে রাজ্যে অঙ্গনওয়াড়ির সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ১০ জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে। তারপরেই ওই পদে নিয়োগ শুরুর সম্ভাবনা। পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা হবে বলে সূত্রের খবর।
সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই নিয়োগ শুরু হবে। মোট ১৩ হাজার ২২৫টি শূন্যপদ রয়েছে। এই পদেই নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ভোট পর্ব মিটলেই ICDS সুপারভাইজার পদে ১৩ হাজার ২২৫টি শূন্যপদে নিয়োগ। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়োগ শুরু হবে।
রাজ্যের যে কোনও স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪২ বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। স্নাতকরাও আবেদন করতে পারবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।