প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারেন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন AIASL- এর অফিশিয়াল ওয়েবসাইট aiasl.in - এখানে গিয়ে।
দারুণ সুযোগ পেতে চলেছেন চাকরীপ্রার্থীরা। এতদিনের অপেক্ষা শেষ হতে চলেছে। এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড (AIASL) নিয়োগ করতে চলেছে। হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে এখানে। প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারেন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন AIASL- এর অফিশিয়াল ওয়েবসাইট aiasl.in - এখানে গিয়ে।
মোট ১০৪৯টি শূন্যপদ রয়েছে। আগামী ১৪ জুলাই পর্যন্ত আবেদন জানানো যাবে। কীভাবে আবেদন করবেন ও এই পদের খুঁটিনাটি তথ্য জেনে নিন।
কোথায় কত শূন্যপদ রয়েছে
সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ- ৩৪৩টি শূন্যপদ
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ- ৭০৬টি শূন্যপদ
আবেদনকারীদের যোগ্যতা
সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য আবেদনকারীর ১০+২+৩ এই প্যাটার্নে স্নাতক ডিগ্রি থাকতে হবে অনুমোদনপ্রাপ্ত এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এছাড়াও থাকতে হবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভাড়া, রিজার্ভেশন, টিকিট কম্পিউটারাইজড, যাত্রীদের চেক-ইন, কার্গো সামলানো এইসব কাজের যেকোনও একটিতে কিংবা সংমিশ্রণে অভিজ্ঞতা থাকলেও হবে।
ডেস্কটপে সাবলীল ভাবে কাজ করতে জানতে হবে। ইংরেজি এবং হিন্দি ভাষায় দক্ষতার পাশাপাশি কথা বলার ক্ষেত্রেও দক্ষ হওয়া জরুরি। জেনারেল ক্যাটেগরির প্রার্থী হলে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৩ বছর।
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করবেন যাঁরা তাঁদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ১০+২+৩ প্যাটার্নে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
যেসব আবেদনকারীর এয়ারলাইন/জিএইচএ/কার্গো/এয়ারলাইন টিকিটিং এক্সপিরিয়েন্স অথবা এয়ারনাইন ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স যা অনেকটা IATA-UFTAA/IATA-FIATA/IATA-DGR/IATA CARGO- এইসব ক্ষেত্রে ডিপ্লোমার সমতুল্য তাদের প্রাধান্য দেওয়া হবে। জেনারেল ক্যাটেগরির আবেদনকারীদের জন্য বয়সের সর্বোচ্চ সীমা ২৮ বছর।
কীভাবে আবেদন করবেন যোগ্য প্রার্থীরা
প্রথমে AIASL- এর অফিশিয়াল ওয়েবসাইট aiasl.in - এখানে যেতে হবে আবেদনকারীদের।
হোমপেজে থাকা রিক্রুটমেন্ট লিঙ্কে এরপর ক্লিক করতে হবে।
এরপর হোমপেজে থাকা কাস্টোমার সার্ভিস এক্সিকিউটিভ লিঙ্কে ক্লিক করতে হবে আবেদনকারীদের।
এবার স্ক্রিনে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যেখানে আবেদনকারীদের লগ-ইন ডিটেলস দিতে হবে।
ভালভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি।
সবশেষে সাবমিট অপশনে ক্লিক করে পেজ ডাউনলোড করতে হবে।
ভবিষ্যতের প্রয়োজনের অ্যাপ্লিকেশন ফর্মের হার্ড কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন।
বাকি যাবতীয় প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে AIASL- এর অফিশিয়াল ওয়েবসাইটে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।