
Hackers: 'এক দেশ এক পড়ুয়া' (APAAR - Automated Permanent Academic Account Registry) আইডি কার্ডের নামে হ্যাকাররা পড়ুয়াদের টার্গেট করছে। ভুয়ো ওয়েবসাইট বা মেসেজের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, আধার নম্বর ও ওটিপি (OTP) হাতিয়ে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য চুরি করছে। এটি সাধারণত ‘ফিশিং’ (Phishing) এবং ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ (Social Engineering) কৌশলের মাধ্যমে করা হচ্ছে, যেখানে বিশ্বাসযোগ্য লিঙ্ক তৈরি করে তথ্য নেওয়া হয়। এ বিষয়ে সবারই সতর্ক থাকা উচিত। না হলে অনেক বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। শুধু আর্থিক ক্ষতিই নয়, পড়ুয়াদের কেরিয়ারের ক্ষেত্রেও ক্ষতি হতে পারে। এই কারণে ভবিষ্যতের কথা মাথায় রেখে হ্যাকারদের পাতা ফাঁদ এড়ানোর বিষয়ে সতর্ক থাকা উচিত।
১. শুধুমাত্র অফিসিয়াল সরকারি ওয়েবসাইট (যেমন: ) ব্যবহার করুন।
২. যে কোনও মেসেজে আসা লিঙ্কে ক্লিক না করে সরাসরি ব্রাউজারে সাইটের নাম টাইপ করুন।
৩. OTP বা ব্যক্তিগত তথ্য ফোনে বা অচেনা ওয়েবসাইটে শেয়ার করবেন না।
৪. আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর সচল রাখুন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।