মাধ্যমিক পাশ করলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, ২ হাজার শূন্যপদে হবে নিয়োগ

Published : Jan 23, 2026, 09:10 AM IST
up bulandshahr wife lover killed husband khurja murder police reveal

সংক্ষিপ্ত

জম্মু-কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ড রাজ্য পুলিশের জন্য ১৮১৫টি কনস্টেবল পদে নিয়োগ করছে। মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, যেখানে মাসিক বেতন শুরু হচ্ছে ১৯,৯০০ টাকা থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে রাজ্য পুলিশের পক্ষ থেকে। প্রায় ২ হাজার কনস্টেবেল নিয়োগ করবে রাজ্য পুলিশ। শুরুতেই বেতন মিলবে ১৯,৯০০ টাকা। সদ্য বিজ্ঞপ্তি এল প্রকাশ্যে। জম্মু-কাশ্মির কনস্টেবল কিক্রুটমেন্ট ২০২৬-র বিজ্ঞপ্তি জারি হয়েছে।

শূন্যপদ

এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জম্মু কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে। আর এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট শূন্যপদ ১৮১৫টি। তবে, জম্মু বিভাগের জন্য ৯৩৪টি এবং কাশ্মীর বিভাগের জন্য ৮৮১টি শূন্যপদ আছে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করতে হলে যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মেট্রিকুলেশন বা মাধ্যমিক পাশ করতে হবে।

বয়সের সীমা

বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জম্মু কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে। আর এখানে কনস্টেবল পদে নিয়োগ হবে। এই পদে আবেদন করতে নির্দিষ্ট বয়সের সীমা থাকতে হবে। সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৮ বছর বয়স চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর জন্য আছে ছাড়।

বেতন

এবার কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট শূন্যপদ ১৮১৫টি। তবে, জম্মু বিভাগের জন্য ৯৩৪টি এবং কাশ্মীর বিভাগের জন্য ৮৮১টি শূন্যপদ আছে। এই পদে চাকরি পেলে মাসিক বেতন হবে ১৯,৯০০ থেকে ৬৩ হাজার টাকা। এছাড়া এইচআরএ, ডিএ, টিএ এবং অন্যান্য ভাতা যুক্ত থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

মোট শূন্যপদ ১৮১৫টি কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেধা তালিকার মাধ্যমে হবে নিয়োগ।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে পারেন এই পদের জন্য। প্রথমে জম্মু-কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেখান থেকে ফর্ম ফিলআপ করুন। তারপর নিজের সকল তথ্য আপলোড করুন। সব শেষে আবেদন ফি জমা দিন। ১৯ জানুয়ারি থেকে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বছর শুরুতেই স্বাস্থ্যক্ষেত্রে চাকরিতে দারুণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
WBSSC Teacher Recruitment: প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট, কবে হাতে পাবেন নিয়োগ পত্র?