এবছর সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হওয়ার জন্য সিলেবাসে বেশ কিছু বদল করা হয়েছিল। এত অল্প সময়ের ব্যবধানে পাঠক্রমের বদল কেন? এই নিয়ে উঠতে শুরু হয়েছে প্রশ্ন।
২০২৪ সাল থেকে সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। এরপরেই সামনে এল বড় খবর। জানানো হয়েছে সামনের বছর অর্থাৎ ২০২৫ সালে ফের বদলাতে চলেছে উচ্চমাধ্যমিকের সিলেবাস (HS Syllabus)। হ্যাঁ নতুন শিক্ষাবর্ষে নতুন পাঠক্রমে হবে পড়াশোনা।
এবছর সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হওয়ার জন্য সিলেবাসে বেশ কিছু বদল করা হয়েছিল। এত অল্প সময়ের ব্যবধানে পাঠক্রমের বদল কেন? এই নিয়ে উঠতে শুরু হয়েছে প্রশ্ন। কয়েকমাস যেতেই ফের সিলেবাস বদল হওয়া নিয়ে মুখ খুলেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানাচ্ছেন, ‘নতুন সিলেবাসে পড়ুয়াদের উপরে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছিল। সেটা যাতে না হয় তার জন্যই এই বদল আনার সিদ্ধান্ত’।
ইতিমধ্যেই নতুন সিলেবাসের খসড়া জমা পড়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। কাছে তবে এখনও সেটা চূড়ান্ত করা হয়নি, কিছুটা চেকিং হলেও এখনও কাজ বাকি রয়েছে। সেটা সম্পন্ন হলে ২০২৫ এর শুরুর দিকেই আনুষ্ঠানিকভাবে নতুন সিলেবাস প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানাচ্ছেন, ‘উচ্চমাধ্যমিকে বিভিন্ন বিষয়ের সেমিস্টার পদ্ধতির জন্য যে সিলেবাস তৈরী করা হয়েছিল তাতে একাধিক অসঙ্গতি থাকায় আমরা শ্রুত থেকেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে সেগুলো সংশোধনের দাবি জানিয়ে ছিলাম। সেই যদি করা হয় তাহলে পড়ুয়া থেকে শিক্ষক ও অভিভাবক সকলেই খুশি হবেন’।
কী কী বিষয়ের সিলেবাস বদলাচ্ছে?
সিলেবাস বদলের খবর সামনে আসার পরেই পড়ুয়াদের কৌতূহল কোন কোন বিষয়ের সিলেবাস বদলাচ্ছে। জানা যাচ্ছে, বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সিলেবাসে বদল হতে চলেছে। কমার্স বা সায়েন্স শাখার কোনো বিষয়ে আপাতত বদল হচ্ছে না বলেই জানাচ্ছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।