পোস্ট অফিসে বিপুল নিয়োগ! দশম শ্রেনি পাশ করা থাকলেই মিলছে চাকরি, শূন্যপদের সংখ্যা জানলে চমকে যাবেন
পোস্ট অফিসে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ। জিডিএস পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই পোস্ট অফিসের জেলাভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশিত হয়েছে।
পোস্ট অফিসের এই নিয়োগে মোট ২৫১৪ টি শূন্যপদ রয়েছে। এই রাজ্যেই রয়েছে চাকরির সুযোগ।
কোন কোন জায়গায় ক'টি শূন্যপদ রয়েছে? আসুন জেনে নেওয়া যাক-
বারুইপুরে রয়েছে- ২২৩ টি শূন্যপদ
মুর্শিদাবাদ রয়েছে - ১৯৮ টি শূন্যপদ
বাঁকুড়া রয়েছে - ১৯০ টি শূন্যপদ
মেদিনীপুর রয়েছে - ১৬৮ টি শূন্যপদ
বারাসাত রয়েছে - ১৬৫ টি শূন্যপদ
পুরুলিয়া রয়েছে - ১৩৮ টি শূন্যপদ
তমলুক রয়েছে - ১২৯ টি শূন্যপদ
মালদা রয়েছে - ১২২ টি শূন্যপদ
নাদিয়া নর্থ রয়েছে - ১০৮ টি শূন্যপদ
বীরভূম রয়েছে - ১০২ টি শূন্যপদ
কনটাই রয়েছে - ৮৭ টি শূন্যপদ
কোচবিহার রয়েছে - ৭৭ টি শূন্যপদ
উত্তর দিনাজপুর রয়েছে - ৭৭ টি শূন্যপদ
হুগলী উত্তর রয়েছে - ৭২ টি শূন্যপদ
হাওড়া রয়েছে - ৬০ টি শূন্যপদ
আসানসোল রয়েছে - ৫৫ টি শূন্যপদ
হুগলী দক্ষিন রয়েছে - ৫৫ টি শূন্যপদ
জলপাইগুড়ি রয়েছে - ৫২ টি শূন্যপদ
নাদিয়া দক্ষিন রয়েছে - ৪৭ টি শূন্যপদ
A N Island রয়েছে- ৪৪ টি শূন্যপদ
সিকিম রয়েছে - ৩৫ টি শূন্যপদ
দার্জিলিং রয়েছে - ২১ টি শূন্যপদ
কলকাতা উত্তর রয়েছে- ২১ টি শূন্যপদ
ব্যারাকপুর রয়েছে - ২০ টি শূন্যপদ
বীরভূম রয়েছে -১০ টি শূন্যপদ
RMS Sg রয়েছে - ১০ টি শূন্যপদ
RMS WB রয়েছে - ১০ টি শূন্যপদ
কলকাতা RMS রয়েছে - ৬ টি শূন্যপদ
দক্ষিণ কলকাতা রয়েছে - ৫ টি শূন্যপদ
RMS H রয়েছে - ৩ টি শূন্যপদ
কলকাতা পূর্ব রয়েছে- ১ টি শূন্যপদ
যারা GDS পদের জন্য আবেদন করতে চলেছেন সেইসব প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণি পাস করতে হবে। দশম শ্রেণীতে অবশ্যই গণিত ও ইংরেজি রাখতে হবে প্রার্থীদের। এ ছাড়াও সাইকেল চালাতে জানা থাকতে হবে প্রার্থীদের।
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
ইতিমধ্যেই ১৫ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। এছাড়া আবেদনের জন্য প্রার্থীদেরকে ১০০ টাকা দিতে হবে।