ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনে আবেদন জানান।
কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাকবিভাগ। দশম শ্রেণী পাশ করলেই মিলবে সেখানে কাজের সুযোগ। তার ওপর রয়েছে মোটা বেতনের হাতছানি। কীভাবে পাবেন এই চাকরি, জেনে নিন বিস্তারিত।
ইতিমধ্যে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনে আবেদন জানান।
শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
ভারতীয় ডাকবিভাগ ড্রাইভার পদে নিয়োগ করবে। মোট ২৭ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এই পদে আবেদনের আগে ভারতীয় পোস্ট অফিসের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
কারা আবেদন করতে পারবেন?
স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে ক্লাস ১০ পাশ করলেই চাকরির জন্য আবেদন জানানো যাবে।
কোথায় আবেদন-
ভারতীয় ডাকবিভাগ সরাসরি এই নিয়োগ করবে। ড্রাইভার পদের জন্য নিয়োগ করা হবে। এজন্য ইন্ডিয়ান পোস্টের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে- indiapost.gov.in -ক্লিক করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুক এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। মাথায় রাখতে হবে আগামী ১৬ জুনের মধ্যে এই পদের জন্য আবেদন করা যাবে। একাধিক সার্কেলের জন্য এই নিয়োগ করা হবে।
বয়স সংক্রান্ত তথ্য এবং বেতন
ভারতীয় ডাকবিভাগ ড্রাইভার পদে আবেদন করতে হলে আবেদনকারীর নুন্যতম বয়স ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। বেশ কয়েকটি পর্যায়ে যোগ্য প্রার্থীকে পদের জন্য বেছে নেবে পোস্ট অফিস। এক্ষেত্রে বেছে নেওয়া প্রার্থীদের লেভেল ২-এর অধীনে বেতন হিসাবে ১৯ হাজার ৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৮৩,২০০ টাকা দেওয়া হবে।
চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।