
Government Job Vacancy: দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? কিন্তু মন মত চাকরি পাচ্ছেন না! চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামক এই রাষ্ট্রায়ত্ত সংস্থার বিভিন্ন পদে চলছে কর্মী নিয়োগ। এই বিষয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, ইঞ্জিনিয়ারিংয়ের কোনও বিষয় অথবা মাস কমিউনিকেশন, বিভিন্ন বিষয়ে যোগ্যতাসম্পন্নদের চাকরির সুযোগ মিলবে এখানে।
এই রাষ্ট্রায়ত্ত সংস্থার ওয়েবসাইটে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই মিলেছে এই তথ্য। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। তবে কিছু পদে স্থায়ী কর্মী নিয়োগ করা হলেও বাকি কিছু পদের জন্য চুক্তিভিত্তিক কর্মী নেবে এই সংস্থা। এর জন্য যোগ্য প্রার্থীদের সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে।
কোন কোন পদের জন্য আবেদন করা যাবে (Job Vacancy News):-
বিজ্ঞপ্তি অনুসারে, গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে এইচআর, অ্যাডমিন, সিকিওরিটি, নার্সিং, স্টোর্স, হাল অ্যান্ড হাল আউটফিট, মেকানিক্যাল, সিভিল-সহ বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে সুপারভাইজার, ডিজাইন অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিন টেকনিশিয়ানের মতো নানা পদে। স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৫৬।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা (Education Qualification of Applicant):-
এই পদগুলিতে আবেদনের জন্য চাকরি প্রার্থীকে ইঞ্জিনিয়ারিংয়ের কোনও বিষয় অথবা মাস কমিউনিকেশনে স্নাতক হতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে বলে জানানো হয়েছে। তবে আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ থেকে ৩৮ বছরের মধ্যে। বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে।
বেতন কাঠামো (Salary Scale):-
এই পদে চাকরির জন্য যারা আবেদন করবেন সেই সমস্ত সফল প্রার্থীদের বেতন হবে মাসে ২৩,৮০০-৮৩,৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৯,৩০০-১,০২,৬০০ টাকা। তবে পদ অনুযায়ী বেতন কম-বেশি হতে পারে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সমস্ত পদে লিখিত পরীক্ষা/ ট্রেড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে সমস্ত নথি-সহ বিভিন্ন পদে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ ১২ জুন।
অন্যদিকে, ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার কর্মী নিয়োগ হবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-তে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায় বিভিন্ন গবেষণা প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে।
সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তি প্রকাশ, প্রতিষ্ঠানের একটি ইউনিটেই সমস্ত প্রকল্পের কাজ হবে। কর্মী নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীরা আবেদন করতে পারেন অনলাইনে।
প্রতিষ্ঠানের মেশিন ইন্টেলিজেন্স ইউনিটে প্রকল্পগুলোর কাজ করা হবে। সমস্ত প্রকল্পে ‘প্রজেক্ট লিঙ্কড পার্সন’ নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে পাঁচটি। প্রকল্পের কাজে নিযুক্ত গবেষকদের ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কাজের সুযোগ পাবেন। এরপর নিযুক্তের কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের তহবিলের ওপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।