সরকারি চাকরিতে বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ, এই সংস্থায় আজই করুন আবেদন

Published : Aug 30, 2025, 08:33 AM IST
Salary negotiation after job offer

সংক্ষিপ্ত

Government Job News: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আজই করুন এখানে চাকরির জন্য আবেদন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…  

Government Job News: দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন অথচ মনের মতো চাকরি পাচ্ছেন না! তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। সরকারি চাকরিতে বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। কোথায় হচ্ছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। জানা গিয়েছে, বার্নপুরের মাল্টিস্পেশালিটি হাসপাতালে চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই মাল্টিস্পেশালিটি হাসপাতাল। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, এই হাসপাতালে নার্সিং পোস্ট ও অ্যালায়েড হেলথকেয়ার অফিসার নিয়োগ করা হবে। যোগ্য আবেদনকারীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

কোন কোন পদে কর্মী নিয়োগ চলছে-

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই হাসপাতালে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ চলছে। নিয়োগ হবে নার্স, ডায়লাসিস টেকনিশিয়ান, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ভ্যাক্সিনেটর, ফ্লেবোটমিস্ট, অপটমেট্রিস্ট, পালমোনারি ফাংশান টেস্ট টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যান্ড ব্লাড সেন্টার টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ান, এক্স-রে টেকনিশিয়ান, ড্রেসার এবং অপারেশন থিয়েটর টেকনিশিয়ান সহ একাধিক পোস্টে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও অ্যালায়েড হেলথ কেয়ারে স্নাতক বা ডিপ্লোমা থাকলেও চাকরির জন্য আবেদন করা যাবে। নার্সিং পোস্টে চাকরির ক্ষেত্রেও প্রার্থীকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং ভারত সরকার স্বীকৃত কোনও ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল প্রতিষ্ঠান থেকে নার্সিং ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আবেদনকারীদের পূর্ব অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট পোস্টে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা প্রথমে ১৮ মাসের মেয়াদে কাজ করতে পারবেন। পরে অভিজ্ঞতার ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে।

তবে যোগ্য প্রার্থীদের ভাতা দেওয়া হবে। তারা মাসে ১৭ হাজার ৯৮০ টাকা পাবেন। এছাড়াও অতিরিক্ত ৭ হাজার ২০ টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আবেদনকারীদেক সশরীরে উপস্থিত থাকতে হবে ইসকো স্টিল প্লান্টের অফিসে। ১৫-১৬ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি প্রার্থী বাছাই করা হবে।

অন্যদিকে, ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থায়। রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কাজের সুযোগ। বুধবার এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। আগ্রহীরা অনলাইনে অবেদন করতে পারেন। বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। দেখে নিন কয়টি শূন্যপদ আছে, কিংবা আবেদন করবেন কী ভাবে। রইল বিস্তারিত।

সংস্থায় নিয়োগ হবে ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ফিল্ড সুপারভাইসর পদে। মোট শূন্যপদ ১৫৪৩। তবে তা পরিবর্তন সাপেক্ষ। নিযুক্তেরা সংস্থার ইলেকট্রিক্যাল, সিভিল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগে কাজের সুযোগ পাবেন। নিযুক্তদের পোস্টিং হবে বিভিন্ন অঞ্চলে। তাঁদের দু বছরের নির্ধারিত মেয়াদের জন্য সংস্থায় হবে নিয়োগ। তাই এই পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করতে পারেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য