আইআরসিটিসি-তে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Oct 16, 2025, 09:35 AM IST
Job report 2025

সংক্ষিপ্ত

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না! তাদের জন্য রয়েছে কেন্দ্রীয় রেলওয়ের আইআরসিটিসি-তে চাকরির সুবর্ণ সুযোগ। জানা গিয়েছে, ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। এই বিষয়ে বিস্তারিত তথ্যও জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এই নিয়োগ হবে দেশের পূর্বাঞ্চলের জন্য। ইচ্ছুক প্রার্থীরা চাকরির জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন।

কোন কোন পদে কর্মী নিয়োগ  করা হবে? 

এই বিষয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সংস্থায় নিয়োগ করা হবে শিক্ষানবিশ পদে। আগ্রহী প্রার্থীদের কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিংয়ের ট্রেনিং দেওয়া হবে। এই প্রশিক্ষণ চলবে একবছর ধরে। মোট শূন্য পদের সংখ্যা ৪৫টি। নিযুক্ত প্রার্থীদের কর্মস্থল হবে কলকাতা। আগ্রহী প্রার্থীরা কলকাতার আইআরসিটিসি-র কার্যালয়ে চাকরির সুযোগ পাবেন। এবং কর্মীদের প্রতিমাসে ভাতা বাবদ দেওয়া হবে ৯ হাজার ৬০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা:-

শিক্ষানবিশ পদের জন্য চাকরিতে নিযুক্তদের বয়স হতে হবে ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। এছাড়াও প্রার্থীদের স্বীকৃত কোনও বোর্ড থেকে মাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে এনসিভিটি, এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই-এর শংসাপত্র থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ২৮ অক্টোবর। এছাড়াও বিস্তারিত তথ্য জানতে আবেদনকারীদের মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, পুজোর মরশুমে দারুণ খবর। এবার মিলবে কাজের সুযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হবে শিক্ষক নিয়োগ। এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, একটি বিভাগে হবে নিয়োগ। শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউ-র মাধ্যমে। 

বিশ্ববিদ্যালয়ের অ্যাডাল্ট, কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিভাগে হবে নিয়োগ। নিয়োগ হবে অতিথি শিক্ষক বা গেস্ট ফ্যাকাল্টি পদে। তবে, ঠিক কটি শূন্যপদ আছে তা এখনও জানানো হয়নি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য