Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, এয়ারপোর্টে চলছে একাধিক পদে কর্মী নিয়োগ

Published : Jul 10, 2025, 09:46 AM IST
government job rajasthan

সংক্ষিপ্ত

Government Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। এই যোগ্যতা থাকলেই এয়ারপোর্টে মিলবে চাকরির সুযোগ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Government Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। কলকাতা এয়ারপোর্টে মিলছে চাকরির সুযোগ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। জানা গিয়েছে, একাধিক পদে চুক্তিভিত্তিক মেয়াদে কর্মী নিয়োগ করা হবে। জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় মিলবে কাজের সুযোগ। এই মর্মে সম্প্রতি সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কোন কোন পোস্টে চলছে কর্মী নিয়োগ (Government Job News):-

কলকাতা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে কাজের সুযোগ মিলবে। মোট শূন্যপদের সংখ্যা ৩৪। সংস্থার সিভিল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড মেকানিক্স এবং কম্পিউটার অপারেটিং ও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্স ক্ষেত্রে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে এক বছর পর্যন্ত।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা:-

ওই বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সংস্থায় আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে। বাকি পদগুলির জন্যও রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি। এছাড়াও আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে। এছাড়াও বেতন হবে, প্রতি মাসে মাসে ১৫,০০০ টাকা, ১২,০০০ টাকা এবং ৯,০০০ টাকা পর্যন্ত।

আবেদনের শেষ তারিখ (Last Date Of Application):-

এয়ারপোর্টে কাজে নিয়োগের জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য এয়ারপোর্ট অথরিটির ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং মেধা যাচাইয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।

অন্যদিকে, কর্মী নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে। সম্প্রতি এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে। কলকাতাই হবে পোস্টিং। এজন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারেন। সংস্থায় নিয়োগ হবে পার্ট টাইম চিফ মেডিক্যাল অ্যাডভাইসর এবং পার্ট টাইম মেডিক্যাল অ্যাডভাইসর পদে হবে নিয়োগ। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের পোস্টিং হবে কলকাতাতেই। প্রথমে এক বছর কাজের সুযোগ মিলবে। এরপর তাঁদের কাজের নিরিখে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হবে।

এই পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৬৮ বছরের মধ্যে। দুটি পদে রিটেনর হিসেবে নিযুক্তদের সংস্থার নির্ধারিত নিয়মে দেওয়া হবে পারিশ্রমিক। সংস্থায় নিয়োগ হবে পার্ট টাইম চিফ মেডিক্যাল অ্যাডভাইসর এবং পার্ট টাইম মেডিক্যাল অ্যাডভাইসর পদে হবে নিয়োগ। চাকরিপ্রার্থীদের এমবিবিএস ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে তবে আবেদন করতে পারবেন। এরই সঙ্গে কোনও হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকার প্রয়োজন।

আবেদনের শেষ দিন:- 

আবেদন করার শেষ দিন ১৮ জুলাই। প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে হবে নিয়োগ। ইন্টারভিউ-র মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাইয়ের পর হবে নিয়োগ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য