Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, এই বিশ্ববিদ্যালয়ে চলছে বিপুল শূন্যপদে নিয়োগ

Published : Jul 13, 2025, 09:43 AM IST
job

সংক্ষিপ্ত

Government Job News: ওয়েবসাইটে প্রকাশিত নোটিস থেকে জানা গিয়ছে যে, কর্মী নিয়োগ হবে বিশ্ব বিদ্যালয়ের কনসালট্যান্ট পদে। তবে এই পোস্টের জন্য কত শূন্য পদ রয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ওই বিজ্ঞপ্তিতে। 

Government Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির দুটি ক্যাম্পাসে চলছে কর্মী নিয়োগ। আপনি যদি সরকারি চাকরি পেতে ইচ্ছুক হন তাহলে বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখুন ম্যাকাউটের ওয়েবসাইটে। জানা গিয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কলেজের দুটি ক্যাম্পাসে লোক নিয়োগ করা হবে। নিয়োগ হবে কলকাতার সল্টলেক ও নদীয়ার হরিণঘাটা ক্যাম্পাসে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিভার্সিটি।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে (Government Job News):-

ওয়েবসাইটে প্রকাশিত নোটিস থেকে জানা গিয়ছে যে, কর্মী নিয়োগ হবে বিশ্ব বিদ্যালয়ের কনসালট্যান্ট পদে। তবে এই পোস্টের জন্য কত শূন্য পদ রয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ওই বিজ্ঞপ্তিতে। এই নিয়োগ হবে শুধুমাত্র সল্টলেক ও নদীয়ার হরিণঘাটা ক্যাম্পাসের জন্য। নিযুক্তেরা বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের ইনস্পেকশন বিভাগ এবং হরিণঘাটা ক্যাম্পাসের এগজামিনেশন বিভাগ, ফিন্যান্স বিভাগ, রেজিস্ট্রার এবং উপাচার্যের অফিসে কাজের সুযোগ পাবেন।

চাকরি প্রার্থীদের বেতন:-

জানা গিয়েছে, ইছ্ছুক চাকরি প্রার্থীদের প্রাথমিক ভাবে কাজের মেয়াদ থাকবে এক বছর। যা পরবর্তী কালে বাড়ানো হতে পারে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০-৩০,০০০ টাকা পর্যন্ত।

জানা গিয়েছে, ওই পদে চাকরির জন্য আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের সরকারি কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। এ ছাড়াও অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই।

অন্যদিকে, শিক্ষকদের জন্য দারুণ খবর। এবার এল চাকরির সুযোগ। কলকাতাতেই হবে নিয়োগ। রাজ্যের আইন শিক্ষা প্রতিষ্ঠানে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সে (ডব্লিউবিএনইউজেএস)-এ শিক্ষকতার সুযোগ মিলবে। সম্প্রতি, এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি প্রকাশ করল দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস)। ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ।

শূন্যপদ

দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস)-এ একাধিক পদে হবে নিয়োগ। এই বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদ আছে তিনটি। নিযুক্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানে ডেটা সায়েন্স বিষয় পড়াতে হবে। সংশ্লিষ্ট পদে চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে। কাজের মেয়াদ হবে এ বছর। প্রতি মাসে নিযুক্তদের আয়ের পরিমাণ হবে সর্বাধিক ৩০ হাজার টাকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য