
Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। আলিপুরদুয়ারে প্রশাসনিক বিভাগে বিপুল শূন্য পদে চলছে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, আলিপুরদুয়ার জেলায় কমিউনিটি অডিটর পদে কর্মী নিয়োগ করা হবে। জানা গিয়েছে, ডিস্ট্রিক মিশন ম্যানেজমেন্ট উনিটের তরফে এই নিয়োগ। শূন্যপদ ১৬টি। চুক্তির ভিত্তিতে শুধুমাত্র মহিলাদের নিয়োগ করা হবে। আবেদনের জন্য ২৫ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হওয়া প্রয়োজন। পাশাপাশি, স্নাতক যোগ্যতা থাকা চাই। অর্থনীতিতে স্নাতক যোগ্যতা থাকলে ভাল। এ ছাড়াও, কম্পিউটারের ‘এক্সেল’, ‘ওয়ার্ড’-সহ ‘মাইক্রোসফট অফিস’-এর কাজ জানতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কীভাবে আবেদন জানাবেন?
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীকে প্রথমেই আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট নোটিশে গিয়ে ক্লিক করতে হবে। তারপর আবেদন পত্রের বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেওয়া যাবে। এরপর সমস্ত ডকুমেন্ট সহ আবেদন পত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি।
অন্যদিকে, এবার নিয়োগ হবে কলকাতা নেতাজি সুভাষ বিমানবন্দরে। একাধিক পদে হবে নিয়োগ। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে বিশেষ ঘোষণা করা হয়। জেনে নিন কারা পাবেন কাজের সুযোগ। কোন কোন পদে হবে নিয়োগ। সংস্থার তরফে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন) এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউকেশন) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে ৬টি। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য সংস্থায় শিক্ষানবিশদের এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশদের বৃত্তি দেওয়া হবে মাসে মাসে। বৃত্তি দেওয়া হবে ১৫ হাজার। অন্য দিকে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক বৃত্তি হবে ১২ হাজার টাকা। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন) এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউকেশন) পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে রয়েছে বয়সের নির্দিষ্ট সীমা। ১৮ থেকে ২৬ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য আছে ছাড়। তবে, এই পদে শুধু এই রাজ্যের বাসিন্দারাই আবেদন করতে পারবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।