Job Recruitment: কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, একাধিক শূন্য পদে চলছে কর্মী নিয়োগ

Published : Jul 17, 2025, 09:18 AM IST
big job fair

সংক্ষিপ্ত

Government Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য় সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় সরকারি চাকরিতে একাধিক পদে চলছে কর্মী নিয়োগ। কীভাবে করবেন আবেদন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Government Job News: আপনি কী দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় সরকারের অধীনে সরকারি চাকরিতে রয়েছে দারুন সুযোগ। বিপুল পরিমাণ শূন্যপদে চলছে নিয়োগ। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের যোগাযোগ মন্ত্রকের অধীনে আইআইটি চলছে কর্মী নিয়োগ। চুক্তি ভিত্তিক বিভিন্ন পদে চলছে কর্মী নিয়োগ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী চাকরি প্রার্থীরা অফলাইনে আবেদন জানাতে পারবেন বলে জানা গিয়েছে।

কোন কোন পদে চলছে কর্মী নিয়োগ (Job Vacancy):-

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, এই সংস্থায় অ্যাডভাইসর, কনসালট্যান্ট, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট এবং ইয়ং প্রফেশনাল পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৪৩। যার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে ১৪টি শূন্যপদ। তাঁদের সংস্থার বিজনেস ডেভেলপমেন্ট, এস্টেট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট-সহ অন্যান্য বিভাগে কাজের সুযোগ মিলবে। তবে সবক্ষেত্রেই একবছরের মেয়াদে মিলবে কাজের সুযোগ। পরে অভিজ্ঞতার ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):-

এই সমস্ত পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার পৃথক-পৃথক মাপকাঠি রয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে বিশদে জানানো হয়েছে। এছাড়াও অ্যাডভাইসর, কনসালট্যান্ট এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৬৫ বছর। ইয়ং প্রফেশনাল গ্র্যাজুয়েটস এবং ইয়ং প্রফেশনাল টেকনিশিয়ান পদে আবেদনকারীদের বয়স হতে হবে যথাক্রমে ৩২ এবং ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে।

বয়সের ঊর্ধ্বসীমা:-

এই সমস্ত পদে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩২ এবং ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,২৫,০০০ টাকা পর্যন্ত। এ ছাড়া মিলবে অন্যান্য সুযোগসুবিধাও।

আবেদনের শেষ তারিখ (Last Date Of Application):-

আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই। সংশ্লিষ্ট প্রার্থীদের সমস্ত ডকুমেন্টস নিয়ে অফলাইন অথবা অনলাইনে আবেদন জানাতে হবে। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

অন্যদিকে, একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেড। সম্প্রতি এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে, দেশে সংস্থার বিভিন্ন প্লান্টের একাধাকি বিভাগে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। এর জন্য চাকরিপ্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা শুরু হবে ১৬ জুলাই থেকে। একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেড। সম্প্রতি এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। এই সংস্থায় নিয়োগ হবে ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক এবং ফাউন্ড্রিম্যান পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫১৫।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য