Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। রেল অধীনস্থ সংস্থায় চাকরিতে দারুণ সুযোগ। কীভাবে আবেদন করবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। এবার কর্মী নিয়োগ হবে কেন্দ্রীয় রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা আইআরসিটিসি বা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে দেশের রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। জানা গিয়েছে, সংস্থায় আগ্রহী প্রার্থীদের চুক্তিভিত্তিক কাজে নিযুক্ত করা হবে। এবং নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে দেশের পশ্চিমাঞ্চলে।
কোন কোন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে:-
সংস্থায় নিয়োগ করা হবে- কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বা চাটার্ড পদে। মোট শূন্যপদের সংখ্যা একটি। তবে চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে দুইবছর পর্যন্ত। পরে অভিজ্ঞতার ভিত্তিতে অথবা প্রয়োজন অনুসারে বাড়তে পারে চাকরির মেয়াদ। আগ্রহী প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে মুম্বইয়ের আঞ্চলিক শাখায়। পরে পোস্টিং অন্যত্র বদল করা হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা:-
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট পোস্টের জন্য আবেদনকারীদের সিএ বা সিএমএ যোগ্যতাসম্পন্ন হতে হবে। পাশাপাশি, ন্যূনতম দু-বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকা প্রয়োজন। নিযুক্তদের বেতন হবে মাসে ৭০ হাজার টাকা। এছাড়াও প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।
কীভাবে আবেদন জানাবেন?
উল্লিখিত পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে আবেদনের জন্য উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা বাছাই করা হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় সমস্ত ডকুমেন্টস সহ প্রার্থীদের পৌঁছে যেতে হবে সকাল ১০টার মধ্যে। বিকেল ৫টা পর্যন্ত চলবে ইন্টারভিউ প্রক্রিয়া। বিস্তারিত জানতে মূল বিজ্ঞাপনে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে রাজ্য পুলিশের পক্ষ থেকে। প্রায় ২ হাজার কনস্টেবেল নিয়োগ করবে রাজ্য পুলিশ। শুরুতেই বেতন মিলবে ১৯,৯০০ টাকা। সদ্য বিজ্ঞপ্তি এল প্রকাশ্যে। জম্মু-কাশ্মির কনস্টেবল কিক্রুটমেন্ট ২০২৬-র বিজ্ঞপ্তি জারি হয়েছে।
এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জম্মু কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে। আর এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট শূন্যপদ ১৮১৫টি। তবে, জম্মু বিভাগের জন্য ৯৩৪টি এবং কাশ্মীর বিভাগের জন্য ৮৮১টি শূন্যপদ আছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


