কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ! লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জেনে নিন

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ! কীভাবে আবেদন করবেন? জেনে নিন

Anulekha Kar | Published : May 19, 2024 3:58 AM IST

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ! লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে স্নাতক পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারেন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশননাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর 'ডেভেলপমেন্ট অফ ইনস্টিটিউনাল রেসপিরেটরি অফ এনসিইআরটি' কর্মসূচির জন্য জুনিয়ার প্রজেক্ট ফেলো হিসাবে নিয়োগ চলছে।

এই পদে শূন্যপদ একটি। আগ্রহী প্রার্থীদের অবশ্যই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে।

Latest Videos

স্নাতকোত্তরে ৫৫ শাতাংশের কম নমবর হলে এই পদের জন্য আবেদন করা যাবে না।

আবেদন প্রার্থীর বয়স সীমা-

আগ্রহী প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হবে। এই কাজে ১ বছরের চুক্তি রয়েছে। তার আগে চাকরি ছাড়া যাবে না।

আবেদন প্রক্রিয়া- এই পদে ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। আবেদনকারীদের ইন্টারভিউয়ের মধ্যে যোগ্যতা যাচাই করা হবে ।

ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের সরাসরি নয়াদিল্লির দফতরে বায়ো়ডাটা ও ছবি সহ হাজির থাকতে হবে।

ইন্টারভিউয়ের দিন- ১০ই জুন ইন্টারভিউয়ের দিন সকাল ৯ টার মধ্যে প্রার্থীদের উপস্থিত হয়ে নাম নথিভুক্ত করতে হবে।

বিশদে জানতে প্রতষ্ঠানের ওয়েবসাইটে চোখ রাখুন।

Share this article
click me!

Latest Videos

ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ চলছে জোরকদমে! এবার Mithakhali-তে দেখা যাবে America-র নীলকন্ঠ মন্দির!
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News
আর একটু বাকি! ফুঁসছে নদী, রাস্তার উপর দিয়ে বইছে জল, আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি Alipurduar Flood
'ডাক্তারদের নয়, দুর্নীতিগ্রস্থদের নিরাপত্তা নিয়ে ব্যাস্ত এই সরকার' Subarna Goswami | RG Kar Protest
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন