Job Vacancy: দুর্গাপুর NIT-তে চলছে সিনিয়র পোস্টে কর্মী নিয়োগ, আকর্ষনীয় বেতনে দুর্দান্ত চাকরির অফার, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Jun 14, 2025, 09:43 AM IST
good news government job

সংক্ষিপ্ত

Job News: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অঙ্কে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই মিলছে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ। বিশদে  জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Job News: দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। আপনি যদি গণিতে স্নাতকোত্তর হন তাহলেই মিলবে ঝটপটট চাকরি। কিন্তু কীভাবে? আসুন জেনে নিই বিস্তারিত তথ্য। গণিত স্নাতকোত্তর অথচ চাকরি পাচ্ছেন না কোনও! তাহলে আপনাকে বিরাট সুযোগ করে দিচ্ছে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই ইনস্টিটিউটে চলছে গবেষণা সংক্রান্ত কাজের জন্য কর্মী নিয়োগ। সেই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা।

কোন কোন পদের জন্য প্রার্থী নিয়োগ হবে (Job News):-

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সিনিয়র রিসার্চ ফেলো পোস্টে কর্মী নিয়োগ করা হবে। জানা গিয়েছে, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন নামক এই সংস্থার অর্থ সাহায্যেই পরিচালিত হবে সংস্থার যাবতীয় কাজকর্ম। এরজন্য আগ্রহী প্রার্থীদের প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে ৪২ হাজার টাকা। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা (Job News):-

দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সিনিয়র রিসার্চ ফেলো পোস্টে কাজ করার জন্য আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গণিত/অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা দরকার। এছাড়াও, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে দু-বছরের গবেষণার কাজে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

আবেদন পদ্ধতি ও শেষ তারিখ (Job News):-

এই সংস্থায় ফেলোশিপ পোস্টে কাজ করতে আগ্রহী প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি আগে ভালো করে পড়ে নিতে হবে। এরপর পরপর দেওয়া তথ্য দিয়ে মেইল করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তবে কর্মী নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এই সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য বিশদে জানতে হলে NIT Durgapur-এর ওয়েবসাইটে গেলেই বিস্তারিত আপডেট জানা যাবে। বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার ১০ দিনের মধ্যেই আবেদন জানাতে হবে। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

অন্যদিকে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ। এই সংস্থার সফটওয়্যার বিভাগে হবে কর্মী নিয়োগ। এই মর্মে সম্প্রতি কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রকের অধীনস্থ এই সংস্থা বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থায় বিভিন্ন পদে হবে নিয়োগ। নিযুক্তদের কলকাতা ও অন্যান্য শহরে নিয়োগ করা হবে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ হবে নিয়োগ। সিনিয়র সফটওয়্যার ট্রেনি ১, জুনিয়র সফটওয়্যার ট্রেনি- ১ এবং সফটওয়্যার প্রফেশনালস ১ -এ হবে নিয়োগ। নিয়োগ হবে মোট ৪০-টি পদে। সিনিয়র সফটওয়্যার ট্রেনি ১, জুনিয়র সফটওয়্যার ট্রেনি- ১ পদে নিযুক্তদের কাজের মেয়াদ হল ২ বছর। সফটওয়্যার প্রফেশনালস ১-এ পদে পদে কাজের মেয়াদ ৩ বছর। এরপর তাজের কাজের নিরিখে এবং সংস্থার প্রয়োজন অনুসারে বাড়বে কাজের মেয়াদ। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, বেঙ্গালুরু, কোটি, গাজিয়াবাদ, দিল্লি, মুম্বই, ইনদওর বা অন্য শহরে।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ হবে নিয়োগ। এবার নিয়োগ হবে ৪০-টি পদে। সিনিয়র সফটওয়্যার ট্রেনি ১, জুনিয়র সফটওয়্যার ট্রেনি- ১ এবং সফটওয়্যার প্রফেশনালস ১ পদে হবে নিয়োগ। এই সকল পদের জন্য আলাদা আলাদা বয়সের সীমা আছে। এই পদে আবেদন কারীর বয়স হতে হবে ২৮, ২৬ এবং ৪০ বছরের মধ্যে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য