Job Opportunity: কর্মী নিয়োগ করবে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা, শূন্যপদ ১১৪টি, আবেদন করবেন কীভাবে?

Published : Apr 24, 2025, 09:45 AM IST
Job Opportunity

সংক্ষিপ্ত

Job Opportunity: পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন (WBSEDCL) ১১৪ টি পদে কর্মী নিয়োগ করবে। চুক্তিভিত্তিক এই নিয়োগে বেতন হবে ২৯ হাজার থেকে ৯৮ হাজার টাকা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ৫ মে থেকে ২৬ মে-র মধ্যে আবেদন করতে পারবেন।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার কর্মী নিয়োগ হবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন (ডব্লিউবিএসইডিসিএল) সংস্থায়। এবার কাজের সুযোগ পাবেন ১১৪ জন কর্মী। সদ্য এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। রাজ্যের বিভিন্ন জেলায় হবে নিয়োগ।

শূন্যপদ

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন (ডব্লিউবিএসইডিসিএল) সংস্থায় হবে নিয়োগ। তিনটি বিভাগে জুনিয়র কনসাল্ট্যান্ট (আইআর, এইচার এবং ওয়েলফেয়ার), ডেপুটি কনসাল্ট্যান্ট (জিয়োলজিস্ট), সেফটি অফসার, ব্লাস্টিং ইন চার্জ, এজেন্ট আন্ডার টিইডব্লুবি, অ্যাসিস্ট্যান্ট মাইনস সুপারিনটেনডেন্ট, সুপারভাইজিং অফিসার, হেলথ অফিসার, সুপারিনটেনটেন্ট, ইলেক্ট্রিক্যাল সুপারভাইজর, ম্যাগাজিন ইন চার্জ, ইনস্ট্রাক্টর সহ বিভিন্ন বিভাগে সুপারভাইজার, সিনিয়র এগজিকিউটিভ, স্পেশাল অফিসার, অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট ম্যাদাজিন ইন চার্জ নিয়োগ করা হবে।

কাজের মেয়াদ

একাধিক পদে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন (ডব্লিউবিএসইডিসিএল) সংস্থায়। চুক্তি ভিত্তিক হবে নিয়োগ। শূন্যপদ ১১৪টি। কাজের প্রয়োজন অনুসারে বাড়তে পারে মেয়াদ।

বেতন

১১৪টি পদে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন (ডব্লিউবিএসইডিসিএল) সংস্থায়। চুক্তি ভিত্তিক হবে নিয়োগ। এই সকল পদে প্রতি মাসে বেতন ২৯ হাজার থেকে ৯৮ হাজার টাকা পর্যন্ত।

বয়সের সীমা

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন (ডব্লিউবিএসইডিসিএল) সংস্থায় বিভিন্ন পদে হবে নিয়োগ। এই সকল পদে আবেদনের জন্য বয়সের সীমা ৬৩ বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

আবেদন পদ্ধতি

তিনটি বিভাগে জুনিয়র কনসাল্ট্যান্ট (আইআর, এইচার এবং ওয়েলফেয়ার), ডেপুটি কনসাল্ট্যান্ট (জিয়োলজিস্ট), সেফটি অফসার, ব্লাস্টিং ইন চার্জ, এজেন্ট আন্ডার টিইডব্লুবি, অ্যাসিস্ট্যান্ট মাইনস সুপারিনটেনডেন্ট, সুপারভাইজিং অফিসার-সহ একাধিক পদে হবে নিয়োগ। আবেদন করতে পারেন অনলাইন। ডব্লিউবিএসইডিসিএল-র ওয়েবসাইটে হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পাবেন। সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন।

আবেদনের শেষ দিন

কর্মী নিয়োগ করবে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। ১১৪টি পদে হবে নিয়োগ। ডব্লিউবিএসইডিসিএল-র ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পাবেন। ৫ মে থেকে ২৬ মে-র মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।

 

PREV
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য