Recruitment: নিয়োগ হবে খড়গপুর আইআইটি-তে, জেনে নিন কারা আবেদন করতে পারবেন

বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কর্মী নিয়োগ হবে।

Sayanita Chakraborty | Published : Oct 21, 2023 4:28 AM IST

ফের কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন সকলে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের তরফে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কর্মী নিয়োগ হবে। অর্থাৎ শীঘ্রই নিয়োগ হবে খড়গপুর আইআইটি-তে, জেনে নিন কারা আবেদন করতে পারবেন।

শূন্যপদ

থিওরেটিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টাডি অন অ্যাডভান্সিং রিয়েল টাইম মাল্টিএফেক্ট ডিস্টিলেশন ফল ডিস্যালিনেশন- সোলার থার্মাল পাওযার ড্রিভেন এনার্জি ম্যানেজমেন্ট, অপিটমাইজেশন, এআই বেসড সফট সেন্সিং অ্যান্ড ননলিনিয়নর কন্ট্রোল প্রকল্পে হবে নিয়োগ। বিস্তারিত জানতে প্রকাশিত বিজ্ঞাপনে চোখ রাখুন।

আবেদন

কেমিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-র স্নাতকোত্তর কিংবা স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তবে, ইউজিসি বা সিএসআইআর ন্যাশনল এলিজিবিলিটি টেল্ট কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের কম্পিউটার কোডিং ও মডেলিং অ্যান্ড স্টিমুলেশন বিভাগে কাজ জানতে হবে।

বয়স

৩২ বছরে অনূর্ধ্ব হলে তবেই আবেদন করতে পারবেন। নিযুক্তদের মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে হবে জানা গিয়েছে। মোট শূন্যপদ দুটি। বিস্তারিত জানতে প্রকাশিত বিজ্ঞাপনে চোখ রাখুন।

আবেদনের শেষ দিন

আবেদনের শেষ দিন ২৬ অক্টোবর। এর মধ্যে আবেদন করতে হবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা উক্ত বিজ্ঞাপনে চোখ রাখুন। শীঘ্রই নিয়োগ হবে খড়গপুর আইআইটি-তে। আবেদন করার আগে উক্ত বিজ্ঞাপন দেখে নিন। আপনি যদি বিজ্ঞাপনে উল্লেখিত যোগ্যতার অধিকারী হন তাহলে আবেদন করুন। শূন্য পদ আছে মাত্র ২টি।

 

 

Share this article
click me!