সরকারি ব্যাঙ্কে চাকরিতে সুবর্ণ সুযোগ, জেনারিস্ট অফিসার পদে চলছে বিপুল কর্মী নিয়োগ

Published : Aug 17, 2025, 07:14 AM IST
Private Sector Job

সংক্ষিপ্ত

Govt Job News: ব্যাঙ্কে চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে দারুন সুযোগ। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে চলছে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ। কীভাবে জানাবেন আবেদন? জানুন বিস্তারিত তথ্য সম্পূর্ণ প্রতিবেদন পড়ে…

Govt Job News: দীর্ঘদিন ধরে ব্যাঙ্কে চাকরির জন্য হন্যে হয়ে চেষ্টা করছেন? কিন্তু মন মতো চাকরি মিলছে না। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র দিচ্ছে সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। দেশের প্রায় দুই হাজার শাখায় বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থার তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ব্যাঙ্কের বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই সংক্রান্ত আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে অনলাইনে।

কোন কোন পদে কর্মী নিয়োগ চলছে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যে আরও জানা গিয়েছে যে, ব্যাঙ্কে জেনারিস্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য এই নিয়োগ করা হবে। তবে মোট শূন্যপদের সংখ্যা ৫০০। যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগের প্রথম ছয়মাস রাখা হবে প্রবেশনারি পিরিয়ড হিসেবে। তারপর কাজকর্ম ঠিকমতো করতে পারলে অফিসিয়ালি পার্মানেন্ট করা হবে। এই পোস্টে নিযুক্তদের মাসিক বেতন হবে যথাক্রমে-৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও বিষয়ে ব্যাচেলর্স বা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রিতে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে।

এছাড়াও অন্তত ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এবং আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের কিছুটা ছাড় থাকবে।

আবেদনের শেষ তারিখ:-

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে জেনারিস্ট অফিসার পদে কর্মী নিয়োগের আবেদনের শেষ তারিখ আগামী ৩০ অগাস্ট। তারমধ্যেই আগ্রহী প্রার্থীদের যাবতীয় ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদন জানানোর জন্য বলা হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে ১১৮ টাকা। এবং সাধারণ প্রার্থীদের জন্য আবেদন বাবদ লাগবে ১১৮০ টাকা। সম্পূর্ণ পদ্ধতি অনলাইনেই হবে। পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য