
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে রাজ্য পুলিশে। ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লিখিত দুটি পদ হবে নিয়োগ। প্রকাশ্যে এসেছে এমনই বিজ্ঞপ্তি। জেনে নিন কোন কোন পদে হবে নিয়োগ, কারা আবেদন যোগ্য।
যোগ্যতা
জানা যাচ্ছে, সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে হবে নিয়োগ। নিয়োগ হবে ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে। আইনে এলএলবি ডিগ্রি আছে এমন ব্যক্তিরা আবেদন করতে পারেন। এক্ষেত্রে তাদের অন্তত পাঁচ বছর ফৌজদারি মামলায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আপনি এই কাজে আগ্রহী হলে আজই আবেদন করুন। আবেদনের সময় সীমিত।
নিয়োগ
মোট এক বছরের জন্য হবে নিয়োগ। পরে ওই মেয়াদ কাজের উৎকর্ষ অনুসারে বাড়তে পারে। ইন্টারভিউ-র মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। তিন সদস্যের কমিটি ওই ইন্টারভিউ নেবেন, যাঁদের মধ্যে ২ জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট এবং রাজ্যের আইন বিভাগের উচ্চ পদস্থ আধিকারিক উপস্থিত থাকবেন। শীঘ্রই শুরু হবে নিয়োগ পদ্ধতি।
আবেদন পদ্ধতি
সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করতে আগ্রহীদের ইমেল মারফত কিংবা ডাকযোগে আবেদন পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৫ অগাস্ট। সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ, ঝাড়গ্রাম-কে উদ্দেশ্য করে এই আবেদন জমা দিতে হবে। jhargrampolice.wb.gov.in এ মেল করতে পারেন। এই মেলে আবেদন পত্রের সঙ্গে কয়টি গুরুত্বপূর্ণ নথি পাঠাতে হবে। দেরি না করে আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ।
বেতন
সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ হবে রাজ্য পুলিশের তরফে। এই পদে নিয়োগ হবে চুক্তি ভিত্তিক। প্রতি মাসে ৪০ হাজার টাকা পারিশ্রমিক মিলবে। এই কাজে আগ্রহী বলে দেরি না করে আবেদন করুন। আবেদনের শেষ দিন ২৫ অগাস্ট। ইন্টারভিউ-র মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। তিন সদস্যের কমিটি ওই ইন্টারভিউ নেবেন। আইনে এলএলবি ডিগ্রি আছে এমন ব্যক্তিরা দ্রুত আবেদন করুন।