
Job News: বছর শেষের আগে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এ চাকরির সুযোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক পদে।
সংস্থায় নিয়োগ করা হবে প্রজেক্ট ম্যানেজার পদে। মোট শূন্য পদের সংখ্যা একটি। চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ৪৫ হাজার টাকা। কর্মস্থল হবে নয়ডা। এছাড়াও আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপনে নজর রাখতে বলা হয়েছে।
আবেদনের শেষ তারিখ:-
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের সমস্ত ডকুমেন্টস সহ আবেদন জানাতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর মূল ওয়েবসাইটে গিয়ে। এছাড়াও অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। এবং বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)-র ভর্তুকি প্রাপ্ত সংস্থা এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড-এ চাকরির সুযোগ রয়েছে। এবার কাজের সুযোগ পাবেন একাধিক প্রার্থী। প্রায় তিনটি পদে হবে নিয়োগ। সম্প্রতি সংস্থার তরফে এমনই ঘোষণা করা হয়েছে। সদ্য প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। এবার মিলবে চাকরির সুযোগ। জেনে নিন কোন কোন পদে হবে নিয়োগ। কারা করবেন আবেদন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।