
Job News: ব্যাঙ্কে চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্কে বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা। জানা গিয়েছে, বিভিন্ন রাজ্যে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করবে ইউকো ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, ব্যাঙ্কে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে। উল্লিখিত পোস্টের জন্য মোট শূন্য পদের সংখ্যা- ৫৩২টি। শিক্ষানবিশ এই পোস্টের জন্য ব্যাঙ্কেই একবছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। নিযুক্তদের বেতন হবে মাসে ১৫,০০০ টাকা। তবে পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ৮৬টি। এছাড়াও উল্লিখিত পোস্টের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
জানা গিয়েছে, আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পোস্টে আবেদনের জন্য আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে। এবং অনলাইন মারফত আবেদন গ্রহন করা হবে। এর জন্য ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ নভেম্বর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ৪০০ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের আবেদন মূল্য ৮০০ টাকা। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর দিতে বলা হয়েছে।
অন্যদিকে, ভারতীয় রেলের এনটিপিসি বিভাগে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। রেলের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে যে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি-তে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ভারতীয় রেলের টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:- সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও যারা জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য আবেদন করবেন তাদের কম্পিউটারে দক্ষতা থাকার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় স্বাবলম্বী হওয়া জরুরি। এছাড়াও আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। এবং মোট শূন্যপদের সংখ্যা ৫,৮১০টি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।