কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ করছে এই সংস্থা

Published : Oct 19, 2025, 08:54 AM IST
Job

সংক্ষিপ্ত

Job News 2025: কেন্দ্রীয় সরকারি চাকরিতে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ। কীভাবে জানাবেন আবেদন? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News 2025: দীপাবলির আগেই সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। কেন্দ্রীয় অধীনস্থ সংস্থায় বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। জানা গিয়েছে, কেন্দ্রের অধীনস্থ সংস্থা সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড জুনিয়র ওভারম্যান এবং মাইনিং সর্দার পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, মোট শূন্যপদের সংখ্যা ৫০০-র বেশি। আগ্রহী প্রার্থীদের দেশের দক্ষিণপূর্বাঞ্চলে কাজের সুযোগ মিলবে।

শিক্ষাগত যোগ্যতা:- 

সংশ্লিষ্ট পোস্টে চাকরিতে আগ্রহী প্রার্থীদের মাইনিং ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ইচ্ছুক প্রার্থীদের মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের শংসাপত্র থাকতে হবে। এ ছাড়াও গ্যাস টেস্টিং, ফার্স্ট এইড-এর প্রশিক্ষণের শংসাপত্রও থাকতে হবে। প্রয়োজন ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটি অনুমোদিত শংসাপত্রের। তবেই আবেদন করা যাবে চাকরিতে।

কোথায় মিলবে কাজের সুযোগ:-

ইচ্ছুক প্রার্থীদের কাজের সুযোগ মিলবে দেশের দক্ষিণপূর্বাঞ্চলে। সেখানকার খনিতে নিযুক্তদের কাজ করতে হবে। এছাড়াও আগ্রহী প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। তবে নিযুক্তদের বেতন কত হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে উল্লিখিত পোস্টে আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর। বিশদ তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে- নার্সিং পড়ুয়া সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। নার্সিংয়ের ডিগ্রি থাকলেই মিলবে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে শ্যামাপ্রসাদ পোর্ট। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্স-এ চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। এ জন্য প্রার্থীদের থেকে অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে।

এই বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পোস্ট থেকে জানা গিয়েছে যে, হলদিয়া ডক কমপ্লেক্সে মেডিকেল বিভাগে ফিমেল নার্স নেওয়া হবে। মোট শূন্যপদের সংখ্যা একটি। যদিও পরে তা পরিবর্তন সাপেক্ষ বলে জানিয়েছে ডক কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট পোস্টে চাকরিতে আগ্রহীদের কর্মস্থল হবে হলদিয়া ডকের হাসপাতালে। কাজের মেয়াদ তিন বছর। এছাড়াও পারিশ্রমিক বাবদ প্রতিমাসে মিলবে ৩১ হাজার টাকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য