
Government Job News: সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের জন্য দারুণ সুবর্ণ সুযোগ। এবার রাজ্য স্বাস্থ্য দফতরে চলছে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ। প্রায় একহাজার পদে হবে এই নিয়োগ। সূত্রের খবর, রাজ্য স্বাস্থ্য বিভাগে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।
কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, এই পদগুলিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ মেডিসিন ডিগ্রি থাকা আবশ্যক। তবে শুধু ডিগ্রি থাকলেই হবে না। এই ক্ষেত্রে ওই প্রার্থীর রাজ্য মেডিকেল কাউন্সিলে নাম থাকাও আবশ্যক। তবেই সংশ্লিষ্ট পদের জন্য করা যাবে চাকরির আবেদন।
শিক্ষাগত যোগ্যতা:-
এই পদে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ মেডিসিন ডিগ্রি। এছাড়াও প্রার্থীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। তবে চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। যারা এর আগে রাজ্য সরকারি হাসপাতালে কাজ করেছেন তাদের আবেদনে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও মিলবে সর্বোচ্চ পাঁচবছরের ছাড়।
এছাড়াও অগ্রাধিকার দেওয়া হবে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে যাদের কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এবং বিদেশে মেডিকেল প্র্যাকটিস ও জাতীয় মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলেই করা যাবে চাকরির জন্য আবেদন। এছাড়াও নির্বাচিত প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ৫৬ হাজার ১০০ টাকা।
কীভাবে আবেদন জানাবেন চাকরির?
ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ডকুমেন্টস দিয়ে আবেদন জানাতে হবে। আবেদন অনলাইনেই করতে হবে। এর জন্য ফি বাবদ লাগবে ২১০ টাকা। তবে আবেদনের শেষ তারিখ হল ১৩ অগাস্ট। তার আগেই প্রার্থীদের সমস্ত তথ্য সহ অনলাইনে আবেদন জানাতে বলা হচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য নজর রাখতে বলা হয়েছে সংস্থার ওয়েবসাইটে।
অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ব্যাঙ্কে। ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়া (ইউবিআই)- এ একাধিক পদে হবে নিয়োগ। শূন্যপদ আছে ২৫০ টি। এই মর্মে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ আছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন পদ্ধতি।
প্রকাশ্যে এল ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়া (ইউবিআই)-এ নিয়োগের বিজ্ঞপ্তি। ব্যাঙ্কের ওয়েলথ ম্যানেজার পদে হবে নিয়োগ। শূন্যপদ রয়েছে ২৫০টি। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ২ বছরের প্রোবশন-এ রাখা হবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।