
সন্ধ্যার পরে রাতের আকাশে জ্বল জ্বল করবে একটি বড় আলোক খণ্ড। ১০ জানুয়ারি উত্তর গোলার্ধের যে কোনও স্থান থেকেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। কিন্তু কী এই আলোকখণ্ড? যা আজ দেখতে পাবেন গোটা বঙ্গ তথা ভারত। আজ রাতের আকাশে যে উজ্জ্বর আলোর বল দেখা যাবে তা হল আদলে বৃহস্পতি। শনিবার অর্থাৎ আজ এটি সবথেকে বড় আর উজ্জ্বল দেখাবে।
বিজ্ঞানীদের কথায় ১৩ মাস পরে অপজিশন অবস্থানে আসে বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতি, পৃথিবী, সূর্য- একই রেখায় আসে। বৃহস্পতি ও সূর্যের মাঝখানে থাকে পৃথিবী। এই অবস্থানে পৃথিবীর সবথেকে কাছে আসে বৃহস্পতি। তাই উজ্জ্বল দেখায়।
নিজের কক্ষপথে কোনও নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পৃথিবীর সময় লাগে ১২ মাস। অপজিশন অবস্থান থেকে সরে আবার সেই নির্দিষ্ট জায়গায় যখন পৃথিবী আসে তখন গতির নিয়মেই বৃহস্পতি অনেকটাই সরে যায়। সেই কারণে অপজিশন অবস্থানে পৌঁছাতে আরও একমাস লাগে। অর্থাৎ ১৩ মাস লাগে। জানুয়ারির ১০ , অর্থাৎ আজ খালি চোখেই দেখা যাবে বৃহস্পতিকে।
দেখার সময়
সূর্যাস্তের পরেই পূর্ব আকাশে তাকালে দেখা যাবে উজ্জ্বল বৃহস্পতিকে। সারা রাত আকাশ আলোকিত করবে এটি। ২ ইঞ্চির টেলিস্কোপ বা দূরবিন দিয়ে অনায়াসে দেখা যাবে। রাত ১২টা নাগাদ উঁচু আকাশে আরও ভাল করে দেখা যাবে। তখন উজ্জ্বল হবে। সন্ধ্যার দিগন্তের কাছে যখন থাকবে তখন তেমন উজ্জ্বল দেখাবে না। আজ রাতের আকাশে আপনিও পরখ করে দেখতে পারেন বৃহস্পতিকে। যা হতে পারে একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।