ফের প্রকাশ্যে এল চাকরির খবর। এবার গবেষণাধর্মী কাজের সুযোগ পেতে চলেছেন আগ্রহী প্রার্থীরা। ক্যান্সার সংক্রান্ত গবেষণাধর্মী কাজ হবে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। এই প্রকল্পের জন্য অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। জানা গিয়েছে, প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম স্টেকহোল্ডার্স পারসেনপশান অ্যান্ড সোশিও ইকোনমিক আউটকামস- এক্সপ্লোরিং দি ইমপ্যাক্ট অফ অ্যান ইনোভেটিভ স্ক্রিনিং টেকনিক অফ গায়নোকোলজিক্যাল ক্যান্সারস অ্যান্ড স্ট্র্যাটিজিক প্ল্যানস ফর ইমপ্লিমেন্টেশন। এই প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ।
শূন্যপদ
স্টেকহোল্ডার্স পারসেনপশান অ্যান্ড সোশিও ইকোনমিক আউটকামস- এক্সপ্লোরিং দি ইমপ্যাক্ট অফ অ্যান ইনোভেটিভ স্ক্রিনিং টেকনিক অফ গায়নোকোলজিক্যাল ক্যান্সারস অ্যান্ড স্ট্র্যাটিজিক প্ল্যানস ফর ইমপ্লিমেন্টেশন প্রোজেক্টের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ কত তা জানা যায়নি। ৩৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। পারিশ্রমিক হবে মাসে ৩৭ হাজার টাকা।
যোগ্যতা
সমাজবিজ্ঞান পোস্ট গ্র্যাজুয়েশন, এমফিল, পিএইচডি থাকলে আবেদন করতে পারেন। স্নাতকোত্তরে থাকতে হবে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর। যাঁদের ইকোনোমেট্রিক্সে স্পেশালাইজেশন-সহ অন্যান্য বিষয় দক্ষতা আছে। তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রকল্পের কাজে হবে নিয়োগ। এই প্রকল্পের কাজ হবে ক্যান্সার রোগ নিয়ে। এই প্রকল্পে একাধিক নিয়োগ হবে। স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর পেলে আবেদন করতে পারেন। ৩৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করুন। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।