
Rail Job News: যারা অনেক দিন ধরে রেলে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না তাদের জন্য কেন্দ্রীয় সরকারের রেলে চাকরিতে সুবর্ণ সুযোগ। রেলের একাধিক শূন্য পদে চলছে প্রচুর কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেলওয়ে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, প্রায় তিন হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, রেলের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেনস ক্লার্ক পদে লোক নিয়োগ করা হবে। তবে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়াও সংশ্লিষ্ট পোস্টে আবেদনের জন্য ফি দিতে হবে ৫০০ টাকা। এবং মহিলা ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট পোস্টে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে তাদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশের বেশি নম্বর থাকা প্রয়োজন। যাঁরা স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তাঁরাও এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির অধীনে পরীক্ষা দিতে পারবেন। মোট শূন্য পদের সংখ্যা ৩,০৫৮টি।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, আগ্রহীদের কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এছাড়াও নিযুক্তদের কর্মক্ষেত্র হবে কলকাতা, ভুবনেশ্বর, মালদহ, আজমগড়, চেন্নাই, গুয়াহাটি, শ্রীনগর প্রভৃতি জায়গায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।