১১ হাজার কর্মী নিয়োগ ভারতীয় রেলে, জেনে নিন কীভাবে আবেদন করবেন, রইল বিস্তারিত

রেলে ১১ হাজার শূন্যপদে হবে নিয়োগ। জেনে নিন কীভাবে আবেদন করবেন, কোন কোন পদে হবে নিয়োগ।

ফের সুখবর চাকরি প্রার্থীদের জন্য। এবার চাকরির সুযোগ মিলবে ভারতীয় রেলে। রেলে ১১ হাজার শূন্যপদে হবে নিয়োগ। জেনে নিন কীভাবে আবেদন করবেন, কোন কোন পদে হবে নিয়োগ।

সদ্য প্রকাশ্যে এসেছে একটি বিজ্ঞপ্তি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার মোট ১১,৫৫৮টি শূন্যপদে হবে নিয়োগ। বিস্তারিত জানতে সাবার আগে আরআরবি ওয়েব সাইটে দেখে নিন। rrbapply.gov.in-এ গিয়ে রেজিস্টার করতে হবে। সেখানে আপনি আবেদন করার অপশন পেয়ে যাবেন।

Latest Videos

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, যে বিজ্ঞপ্তিটি স্নাতক পোস্টের জন্য CEN 05/2024 এবং আন্ডারগ্রাজুয়েট পোস্টগুলির জন্য CEN/ 06/2024-র অধীনে প্রকাশিত হবে। CEN 05/2024-র আবেদন প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর শুরু হবে এবং ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। CEN/ 06/2024-র আবেদন প্রক্রিয়া ২১ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে।

CEN 05/2024-র জন্য স্নাতক পদ হল-

প্রধান বাণিজ্যিক কাম টিকিট সুপারভাইজার- ১৭৩৬ পদ

স্টেশন মাস্টার- ৯৯৪টি পদ

গুডস ট্রেন ম্যানেজার- ৩১৪৪টি পদ

জুনিয়র অ্যাকাউন্ট সহকারী- ১৫০৭ পদ

সিনিয়র ক্লার্ক- ৭৩২ পদ

CEN 05/2024-র জন্য স্নাতক পদ হল-

টিকিট ক্লার্ক- ২০২২ পদ

অ্যাকাউন্টস ক্লার্ক- ৩৬১ পদ

জুনিয়র ক্লার্ক- ৯৯০ পদ

ট্রেন ক্লার্ক- ৭২ টি পদ

কর্মী নিয়োগ পদ্ধতি

রেলে ১১ হাজার শূন্যপদে হবে নিয়োগ। নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। নির্বাচন পদ্ধতিতে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, টাইপিং দক্ষতা পরীক্ষা, নথি যাচাইকরণ এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে হবে নিয়োগ।

আবেদন পদ্ধতি

বিপুল পরিমাণ কর্মী নিয়োগ হবে রেলে। আরআরবি -র অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in যেতে হবে। RRB NTPC Recruitment 2024 online application-র লিঙ্কটি ক্লিক করুন। এবার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। সেখানে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করুন। আবেদপত্রের একটি প্রিন্ট আউট নিন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য এটি সংরক্ষণ করুন।

 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata