
চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে রিজার্ভ ব্যাঙ্কে। বছরের শুরুতে প্রকাশ্যে এল দারুণ খবর। এবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নিয়োগ করবে একাধিক পদে।
শূন্যপদ
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। সেখানে অফিস অ্যাটেনডেন্ট পদে নিয়োগ হবে নিয়োগ। মোট শূন্যপদ ৫৭২টি। কলকাতার জন্য ৯০টি, বেঙ্গালুরুতে ১৬টি, ভুবনেশ্বরে ৩৬টি, চেন্নাই-তে ৯টি, গুয়াহাটিতে ৫২টি, হায়দ্রাবাদে ৩৬টি, জয়পুরে ৪২টি, কানপুরে এবং লখনউ-তে ১২৫টি, পাটনাতে ৩৭টি পদে হবে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা
এবার নিয়োগ হবে ব্যাঙ্কিং সেক্টরে। নিয়োগ হবে রিজার্ভ ব্যাঙ্কে। এই সকল পদে আবেদনের জন্য যে কোনও বোর্ড বা স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে। অবশ্যই ১ জানুয়ারি ২০২৬ তারিখের আগে মাধ্যমিক পাস করতে থাকতে হবে।
বয়সের সীমা
রিজাভ ব্যাঙ্কে অফিস অ্যাটেনডেন্ট পদে নিয়োগ হবে নিয়োগ। মোট শূন্যপদ ৫৭২টি। এই পদে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা পাবেন বয়সের ছাড়।
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসের শুরুতে ২৪,২৫০ টাকা বেতন পাবেন। বেতন পৌঁছাবে ৫৩,৫৫০ টাকা পর্যন্ত। তাই দেরি না আজই আবেদন করুন।
আবেদন পদ্ধতি
এই পদে আবেদন করতে হলে প্রথমে রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে বিজ্ঞপ্তি দেখতে পারেন। এবার নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করুন। তারপর নিজের সকল তথ্য দিয়ে পূর্ণ করুন। এবার তা সাবমিট করুন। এবার জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের ৪৫০ টাকা করে ফি লাগবে। অন্যান্য প্রার্থীদের ৫০ টাকা ফি দিতে হবে। এই কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।