হুগলিতে বিশাল নিয়োগ! পেতে পারেন ১০ হাজার টাকা বেতনের চাকরি, কীভাবে আবেদন করবেন? জেনে নিন

Published : Sep 07, 2024, 09:52 AM IST
Entrepreneurs AND JOB

সংক্ষিপ্ত

হুগলিতে বিশাল নিয়োগ! পেতে পারেন ১০ হাজার টাকার চাকরি, কীভাবে আবেদন করবেন? জেনে নিন

হুগলিতে চাকরির বড় নিয়োগ। ইথিমধ্যেই জেলা প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে নিয়োগ করা হবে কর্মীদের বলে জানা গিয়েছে।

নিয়োগ করা হবে পিয়ার সাপোর্ট । ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের অধীনে কাজ করতে হবে বলে জানানো হয়েছে।তবে কাজ হবে চুক্তির ভিত্তিতে । প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে জানা যায়।

চাকরির যোগ্যতা:

প্রার্থীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া দরকার। হেপাটাইটিস বি অথবা সি-র মতো রোগ থেকে মুক্ত থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে। প্রার্থীর বয় ৪০ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার মান এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

আবেন প্রক্রিয়া-

হুগলির প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। হোমপেজে দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর আবেদনমূল্য জমা দিতে হবে। এরপর সমস্ত তথ্য জমা দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে এবং আবেদনমূল্য জমা দেওয়া যাবে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। বিশদে জানতে ওয়েবসাইটে দেখুন।

PREV
click me!

Recommended Stories

কর্মী নিয়োগ করবে RBI, ৫৭২টি শূন্যপদে হবে নিয়োগ, জেনে নিন কারা আবেদন করবেন
JEE Main 2026 Session 1 Exam: সরস্বতী পুজোর দিন রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না, নতুন তারিখ কবে?