
পুজোর মরশুমে ভালো খবর। এবার নিয়োগ হবে রেলমন্ত্রক অধীনস্থ সংস্থায়। সিভিল ইঞ্জিনিয়ার নেবে এই সংস্থা। দশ বছর কিংবা তারা বেশি অভিজ্ঞতা থাকলে আজই আবেদন করুন। রাইটস লিমিটেড-র বিভিন্ন পদে হবে নিয়োগ।
শূন্যপদ
শীঘ্রই রেলমন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মী নিয়োগ হবে নিয়োগ। নিয়োগ হবে চিফ ডিজাইন এক্সপার্ট, সিনিয়র ডিজাইন এক্সপার্ট, সিনিয়র রেসিডেন্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র কন্ট্র্যাক্ট এক্সপার্ট এবং অ্যাসিস্ট্যান্ট সেফটি অ্যান্ড হেলথ এক্সপার্ট পদে। শূন্যপদ আছে মোট সাতটি।
যোগ্যতা
রাইটস লিমিটেড-র বিভিন্ন পদে হবে নিয়োগ। এই সকল পদে আবেদন করতে ভিন্ন ভিন্ন যোগ্যতা থাকা দরকার। এই পদে আবেদন করতে হলে সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করছেন এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। ওই ডিগ্রি কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি তাঁদের চার থেকে ১২ বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এছাড়াও এনভায়রনমেন্টাল এক্সপার্ট, সোশ্যাল এক্সপার্ট পদে সোশ্যাল সায়েন্সেস, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, এনভায়রমেন্ট ম্যানেজমেন্ট বিষয় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদন গ্রহণ করা হবে।
বয়সের সীমা
সংস্থার তরফে মোট এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের ৫৫ বছরের মধ্যে বয়স হওয়া বাঞ্ছনীয়। এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিযুক্তের জন্য প্রতি বছরে পারিশ্রমিক হিসেবে চার লক্ষ থেকে ১৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে পারেন অনলাইনে। আবেদনের শেষ দিন ১৬ অক্টোবর। আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্র, জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি প্রতিলিপিও পাঠাতে হবে। আবেদনের জন্য আলাদা কোনও টাকা জমা দিতে হবে না। বিস্তারিত জানতে সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। প্রার্থীরা সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখতে পাবেন। www.rites.com এ যান সেখানে বিস্তারিত জানতে পারবেন। দেরি না করে আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ।