
SBI Recruitment 2025: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর নিয়োগ। বিপুল নিয়োগ হতে চলেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। প্রায় পাঁচশোরও বেশি অফিসার নিয়োগ করা হবে বলে জানা গেছে। সম্প্রতি, নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SBI। মঙ্গলবার, অর্থাৎ ২৪ জুন প্রকাশিত হওয়া সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মোট ৫৪১ জন প্রবেশনারি অফিসারকে নিয়োগ করা হবে।
জেনে নিন আবেদনের দিনক্ষণ
এসবিআই প্রবেশনারি অফিসার পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে সবাইকে। এসবিআই-এর ওয়েবসাইট তথা sbi.co.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাচ্ছে ২৪ জুন থেকে। আর সেই আবেদন জানানোর শেষ তারিখ আগামী ১৪ জুলাই।
মোট ৫৪১টি পদে প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে। অনলাইনেই হবে বাছাই পর্বের পরীক্ষা।
তিনটি পর্বে হবে নিয়োগের পরীক্ষা হবে
প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা। তারপর মেইনস এবং সবশেষে হবে ইন্টারভিউ। ২৪ জুন থেকেই আবেদন শুরু এবং শেষ আবেদন করার দিন ১৪ জুলাই। এসবিআই পিও-এর বেতন শুরু: ৪৮,৪৮০ টাকা থেকে।
আবেদনকারীদের বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। ওবিসি পরীক্ষার্থী ৩ বছরের জন্য এবং এস/এসটি পরীক্ষার্থী ৫ বছরের জন্য ছাড় পাবেন এক্ষেত্রে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তর পাশ করতে হবে আবেদনকারীকে।
পরীক্ষা কবে?
অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা জুলাই-অগাস্ট মাসে হতে পারে। এরপর অগাস্ট-সেপ্টেম্বরে রেজ়াল্ট বেরোনোর পর, তখনই মেইনসের কল লেটার বেরোতে পারে। ফলে, অনলাইনে মেইনসের পরীক্ষা সেপ্টেম্বর মাসেই হতে পারে। সেটির রেজাল্ট আবার সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ বেরোতে পারে। সেইসঙ্গে, আসতে পারে সাইকোমেট্রি টেস্টের কল লেটারও।
সাইকোমেট্রি টেস্ট কবে হবে?
আগামী অক্টোবর-নভেম্বর মাসে এই পরীক্ষাটি হতে পারে। ঐ সময়ের মধ্যেই ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হবে পরীক্ষার চূড়ান্ত ফলপ্রকাশ। আগামী:নভেম্বর-ডিসেম্বর মাসে চূড়ান্ত রেজ়াল্ট বেরোতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।