
বছরের শুরুতেই এল দারুণ খবপ। এবার নিয়োগ করবে স্টাফ সিলেকশন বোর্ড। প্রায় ১০ হাজার শূন্যপদে হবে নিয়োগ। উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরির সুযোগ। এবার ক্লার্ক জুনিয়র বা জুনিয়র হেল্পার পদে হবে নিয়োগ। অনলাইনের মাধ্যমে করতে পারেন আবেদন। জেনে নিন বিস্তারিত।
শূন্যপদ
সদ্য প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন বোর্ড। ক্লার্ক জুনিয়র টু বা জুনিয়র হেল্পার পদে নিয়োগ করার কথা উল্লেখ করা হয়েছে। মোট শূন্যপদ রয়েছে ১০ হাজার ৬৪৪টি। যেখানে টিএসপি বহির্ভূত এলাকায় ৯,৬৪২টি এবং টিএসপি এলাকায় ১০২০টি শূন্যপদ আছে।
যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যে কোনও স্বীকৃত বিদ্যালয় বা বোর্ড থেকে দ্বাদশপাশ করতে হবে। এরপর লিখিত পরীক্ষা পাশ করলে হবে শারীরিক পরীক্ষা। তারপর হবে নিয়োগ।
বয়সের সীমা
সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স চাওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুসারে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে উর্ধ্বসীমায় আছে ছাড়। আজই প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। মিলবে কাজের সুযোগ।
বেতন কাঠামো
এই পদে চাকরি পেলে প্রতি মাসে পে লেভেল ৮ অনুসারে ২৩,৭০০ টাকা থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এই কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ।
আবেদন পদ্ধতি
এই পদে আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে পারেন। রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে বের করুন। সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিন। আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। সব শেষে ফি জমা দিন। ১৫ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।