দশম ও দ্বাদশ উত্তীর্ণরা আবেদনযোগ্য, সাব এডিটর-সহ ২০০-র বেশি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন

Published : Jun 06, 2025, 09:57 AM IST
AICTE Scholarship Programs for students

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কলকাতার দফতরে ২০০ টিরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দশম থেকে দ্বাদশ উত্তীর্ণ এবং স্নাতক/ডিপ্লোমাধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৩ জুন।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে রাজ্য সরকারের। নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কলকাতার দফতরে হবে নিয়োগ। ২০০-টিরও বেশি শূন্যপদে হবে নিয়োগ। সদ্য প্রকাশ্যে এসেছে এই বিজ্ঞপ্তি।

শূন্যপদ

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কলকাতার দফতরে হবে নিয়োগ। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট আর্কাইভিস্ট, আপার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ড্যান্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলফ নার্স, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ফার্ম অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র জুলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাটেন্ড্যান্ট, জুনিয়র মেডিক্যাল ল্যাবরেটির টেকনোলজিস্ট, সাব এডিটর (তামিল, ইংরেজি, হিন্দি, বাংলা), রিসার্ত অ্যাসোসিয়েট, প্রুফ রিডার, সিনিয়র প্রিজারভেশন অ্যাসিস্ট্যান্ট, ফোটোগ্রাফার, ক্যান্টিন অ্যাটেন্ড্যান্ট, ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রেডিয়োগ্রাউার, জুনিয়র কম্পাউটার, অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট, ফিল্ডম্যান, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, রাঁধুনি-সহ আরও বেশ কিছু পদ।

যোগ্যতা

দশম থেকে দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা উল্লিখিত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করতে পারবেন। এছাড়াও কিছু কিছু পদের ক্ষেত্রে বিজ্ঞান, কলা, বাণিজ্য শাখার, বিভিন্ন বিষয় স্নাতক কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন এবং পূর্ব কাজের অভিজ্ঞতা যাদের আছে তারা আবেদনযোগ্য।

বয়সের সীমা

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কলকাতার দফতরে হবে নিয়োগ। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট আর্কাইভিস্ট, আপার ডিভিশন ক্লার্ক থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের মতো নানান পদে। এই পদে আবেদন করতে ১৮ থেকে ৪২ বছর বয়সি হতে হবে।

বেতন

নিযুক্তদের ১৯,৯০০ থেকে ৬৩, ২০০ টাকা এবং ৪৪,৯০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত হতে পারে বেতন। বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বেতন ধার্য করা হয়েছে।

আবেদনের দিন

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন। ২৩ জুন পর্যন্ত আবেদন পত্র জমা নেওয়া হবে। আবেদনমূল্য ১০০ টাকা। ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করা যাবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কলকাতার দফতরে হবে নিয়োগ। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট আর্কাইভিস্ট, আপার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ড্যান্ট, থেকে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-র মতো নানান পদে। কলকাতা ছাড়াও সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবরের বিভিন্ন সরকারি এবং কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ কার্যালয়ে হবে নিয়োগ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে